Sandeshkhali: ইডি-র বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল হাইকোর্ট

সিজার মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 11, 2024 | 1:11 PM

Sandeshkhali: বাড়ির কেয়ালটেকার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা।

Sandeshkhali: ইডি-র বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল হাইকোর্ট
সরবেরিয়ায় জনকার রোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়। সন্দেশখালির ঘটনায় মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পুলিশ আপাতত ইডি আধিকারিকদের কোনও গ্রেফতার করতে পারবে না। প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিল ইডি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। বাড়ির দরজায় তালা লাগানো ছিল। সেই তালা যখন ইডি আধিকারিকরা ভাঙতে যান, তখন তাঁদের দিকে তেড়ে এসেছিলেন গ্রামের হাজার হাজার বাসিন্দা। আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এক জনের মাথা ফেটে যায়।আক্রান্ত হতে হয় সিআরপিএফ জওয়ানদেরও। এই ঘটনায় ইডি থানায় একটি এফআইআর দায়ের করে। আবার ইডি-র বিরুদ্ধেও থানায় এফআইআর দায়ের করা হয় শেখ শাহজাহানের পরিবারের তরফে।

বাড়ির কেয়ালটেকার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই মামলার শুনানি বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, পুলিশ ওই এফআইআর-এর ভিত্তিতে কোনও আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে, আদৌ ওই এফআইআর খারিজ করা হবে কিনা।

এদিকে, ঘটনার ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, কেন্দ্র থেকেও চাপ বাড়বে। ইতিমধ্যেই ইডি ডিরেক্টর রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানিয়েছে সিআরপিএফ। আর দিল্লিতে সদর দফতরে রিপোর্ট করেছে ইডি। সূত্রের খবর. সচিব পর্যায়ে কেন্দ্রের তরফে রাজ্যের ওপর চাপ বাড়ছে।

Next Article