কলকাতা: তিলোত্তমাকাণ্ডে নির্দেশ জারি পশ্চিম মেদিনীপুরের ডিআই দফতরের। স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না স্কুল পড়ুয়ারা। এমনই নির্দেশ ডিআই অফিসের। এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা পোস্ট করে এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে বিঁধলেন তিনি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সামিল গোটা রাজ্য। শহর থেকে গ্রাম, রাজপথ থেকে মেঠোপথ প্রতিবাদে প্রতিবাদে মুখর। দাবি একটাই, বিচার চাই। পথে নেমেছে পড়ুয়ারাও। বিভিন্ন স্কুলেও সুবিচার চেয়ে চড়ছে স্বর।
সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল, বেসরকারি স্কুলের পড়ুয়ারা রাস্তায় নামছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের ডিআই অর্থাৎ বিদ্য়ালয় পরিদর্শক একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে স্পষ্ট বলা, স্কুলচত্বরের বাইরে কোনওরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। এটাকে রীতিমতো ফতোয়া মনে করছে শিক্ষক সংগঠনগুলি।
Hirak Rani is trembling with fear. The spontaneous Public Outrage has cornered her Govt and shaken up her whole Administration.
The Public movement is spreading across the State and more and more people are hitting the streets.A certain call for ‘Nabanna Avijan’ by apolitical… pic.twitter.com/P7JXOYL6DJ
— Suvendu Adhikari (@SuvenduWB) August 22, 2024
এবিটিএ-এর মেদিনীপুর জেলা সম্পাদক জগন্নাথ খাঁ বলেন, “ব্রিটিশরা যেমন বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করতে বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল। বর্তমানের শাসকদল সেভাবেই কালা আইন জারি করে ছাত্র ছাত্রীদের দমাতে চাইছে।”