RG Kar Protest: স্কুলের বাইরে কোনও কর্মসূচিতে যোগ দেওয়া যাবে না, নোটিস দিল ডিআই অফিস

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Aug 22, 2024 | 11:14 PM

RG Kar: আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সামিল গোটা রাজ্য। শহর থেকে গ্রাম, রাজপথ থেকে মেঠোপথ প্রতিবাদে প্রতিবাদে মুখর। দাবি একটাই, বিচার চাই। পথে নেমেছে পড়ুয়ারাও। বিভিন্ন স্কুলেও সুবিচার চেয়ে চড়ছে স্বর।

RG Kar Protest: স্কুলের বাইরে কোনও কর্মসূচিতে যোগ দেওয়া যাবে না, নোটিস দিল ডিআই অফিস
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: তিলোত্তমাকাণ্ডে নির্দেশ জারি পশ্চিম মেদিনীপুরের ডিআই দফতরের। স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না স্কুল পড়ুয়ারা। এমনই নির্দেশ ডিআই অফিসের। এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা পোস্ট করে এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে বিঁধলেন তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সামিল গোটা রাজ্য। শহর থেকে গ্রাম, রাজপথ থেকে মেঠোপথ প্রতিবাদে প্রতিবাদে মুখর। দাবি একটাই, বিচার চাই। পথে নেমেছে পড়ুয়ারাও। বিভিন্ন স্কুলেও সুবিচার চেয়ে চড়ছে স্বর।

সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল, বেসরকারি স্কুলের পড়ুয়ারা রাস্তায় নামছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের ডিআই অর্থাৎ বিদ্য়ালয় পরিদর্শক একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে স্পষ্ট বলা, স্কুলচত্বরের বাইরে কোনওরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। এটাকে রীতিমতো ফতোয়া মনে করছে শিক্ষক সংগঠনগুলি।

এবিটিএ-এর মেদিনীপুর জেলা সম্পাদক জগন্নাথ খাঁ বলেন, “ব্রিটিশরা যেমন বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করতে বিভিন্ন নির্দেশিকা জারি করেছিল। বর্তমানের শাসকদল সেভাবেই কালা আইন জারি করে ছাত্র ছাত্রীদের দমাতে চাইছে।”

Next Article