Suvendu Adhikari: নন IPS-রা চাকরি করছেন IPS-দের সংরক্ষিত পদে, দাবি শুভেন্দুর, পাল্টা বিবৃতি রাজ্য পুলিশের

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 24, 2024 | 11:57 AM

Suvendu Adhikari: উল্লেখ্য, এই সব আধিকারিকরা কেউ পুলিশ সুপার পদে রয়েছেন, কেউ বা সিআইডিতে রয়েছেন। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর অভিযোগটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কমিশনের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারকে।

Suvendu Adhikari: নন IPS-রা চাকরি করছেন IPS-দের সংরক্ষিত পদে, দাবি শুভেন্দুর, পাল্টা বিবৃতি রাজ্য পুলিশের
শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা
Image Credit source: x handel

Follow Us

কলকাতা: ভোট পর্বে আইপিএস নিয়ে বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের চাপ-পাল্টা চাপ অব্যাহত। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু দাবি করেন আইপিএস ক্যাডারদের সুনির্দিষ্ট পদে আছেন নন আইপিএস অফিসার। তাঁদের সরাতে হবে। তৃণমূলের পাল্টা অভিযোগ, শীর্ষ পদে থেকে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। শুভেন্দু যে পোস্ট করেছে তা অবিলম্বে যেন মুছে ফেলা হয় সেই দাবি করেছে তৃণমূল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে বলব পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজনে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদের নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন-গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।” এ দিকে, শুভেন্দু অধিকারী এই পোস্টের পর রাজ্য পুলিশের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম মেনেই রাজ্য পুলিশের আধিকারিকরা নির্দিষ্ট পদে রয়েছেন।

উল্লেখ্য, এই সব আধিকারিকরা কেউ পুলিশ সুপার পদে রয়েছেন, কেউ বা সিআইডিতে রয়েছেন। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর অভিযোগটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই কমিশনের তরফে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারকে। এ দিকে, ভোটের আগে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি বদল করেছে কমিশন। ডব্লিউবিসিএস চার জেলাশাসকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে চার আইএএস অফিসারকে জেলা শাসকের পদে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

চার জেলাশাসকের বদলির নির্দেশের পরে ডব্লিউবিসিএস অফিসারদের অ্যাসোসিয়েশনের তরফে কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র ডব্লিউবিসিএস ক্যাডার হওয়ার জন্য সরিয়ে দেওয়া, এটা কি ঠিক? পাশাপাশি, অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, দক্ষতার সঙ্গে অতীতে বিভিন্ন ভোটের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তাঁরা। এহেন আবহের মধ্যে শুভেন্দু বাবু এক্স হ্যান্ডেলে বার্তা দেন, সব ডব্লিউবিসিএস অফিসার খারাপ নন। এটাকে যেন কমিশন অতি সরলীকরণ করে আইএএস বনাম ডব্লিউবিসিএস করে ফেলে না। সেই সঙ্গে কোনও কোনও ডব্লিউবিসিএসদের প্রশংসা করে, ‘দলদাস’ আইএএসদের সরানোর দাবি জানান। শুভেন্দু অধিকারীর মতে, কোনও কোনও ডব্লিউবিসিএস অফিসার আইএএস অফিসারদের থেকেও দক্ষ।

 

Next Article