Dengue in West Bengal: আক্রান্তের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা, গোটা রাজ্যে প্রতি সপ্তাহে দেড় হাজারের মানুষ ডেঙ্গির কবলে

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Aug 20, 2023 | 1:17 PM

Dengue in West Bengal: এদিকে রাজ্যে ডেঙ্গি রোধে গত মাসের শেষ থেকে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। ঠিক হয়েছিল রণকৌশল।

Dengue in West Bengal: আক্রান্তের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা, গোটা রাজ্যে প্রতি সপ্তাহে দেড় হাজারের মানুষ ডেঙ্গির কবলে
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বর্ষার শুরু থেকেই ডেঙ্গির বাড়বাড়ন্ত গোটা বাংলায়। শহর হোক বা গ্রামাঞ্চল সর্বত্রই দেখা গিয়েছে এক সময়। তবে এবারে আবার সবথেকে বেশি উদ্বেগ বেড়েছিল গ্রামাঞ্চলে। একমাসের আগের রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছিল গোটা রাজ্যের ডেঙ্গি (Dengue) আক্রান্তের ৬৫ শতাংশ কেসই ছিল গ্রাম বাংলার। সাম্প্রতিক রিপোর্ট বলছে ডেঙ্গি আক্রান্তে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপরেই পয়েছে নদিয়া। 

স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪২। নদিয়ায় ৪৩১। হুগলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬১। মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫০। কলকাতায় আক্রান্ত ১৩৯। হাওড়ায় ১০৬। দক্ষিণ ২৪ পরগনায় ৬৩। মালদহে ৪৮। পশ্চিম বর্ধমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৫। পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ৩৫। ঝাড়গ্রামে আক্রান্ত ৩২। পূর্ব বর্ধমানে আক্রান্ত ৩০। দিকে হাসপাতালগুলিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা। 

এরইমধ্যে হাবড়ার হাসপাতালে দেখা গেল উদ্বেগের ছবি। থিক থিক করছে রোগী। হাসপাতালের শয্যায় মশারি টাঙিয়ে চলছে ডেঙ্গি রোধ। এক‌ই শয্যায় শুয়ে রয়েছেন একাধিক রোগী। সূত্রের খবর, বর্তমানে গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৫০০। প্রতি সপ্তাহে ডেঙ্গির কবলে পড়ছেন দেড় হাজার মানুষ। 

এদিকে রাজ্যে ডেঙ্গি রোধে গত মাসের শেষ থেকে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য সরকার। ঠিক হয়েছিল রণকৌশল। গ্রাম বাংলায় ডেঙ্গি রোধে মাঠে নেমেছেন বিভিন্ন দফতরের কর্মীরা। একইসঙ্গে শহরে রেল, বন্দর, প্রতিরক্ষা-সহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানেও পরিচ্ছন্ন অভিযানে জোর দেওয়া হয়। পাশাপাশি এই মাসেই স্কুল পড়ুয়াদের কাজে লাগিয়ে চলে সচেতনতা প্রচার।

Next Article