JU Student Death: পড়ুয়া মৃত্যুর তদন্তের মধ্যেই ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 20, 2023 | 3:49 PM

JU Student Death: কমিটির চেয়ারম্যান অধ্যাপক সুবিনয়বাবু। তাঁর নেতৃত্বেই চলছিল তদন্ত। এবার তিনিই ইস্তফা দেওয়ায় শুরু জোর জল্পনা।

JU Student Death: পড়ুয়া মৃত্যুর তদন্তের মধ্যেই ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন
ডিন সুবিনয় চক্রবর্তী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন সুবিনয় চক্রবর্তী। ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল,সেই কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক সুবিনয়বাবু। তাঁর নেতৃত্বেই চলছিল তদন্ত। এবার তিনিই ইস্তফা দেওয়ায় শুরু জোর জল্পনা। পড়ুয়া মৃত্যুর ঘটনার পর তদন্তে নেমে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আভ্যন্তরীণ কমিটি জানায় র‌্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে প্রথম বর্ষের পড়ুয়ার। পুলিশের পাশাপাশি আভ্যন্তরীণ তদন্ত কমিটিও করছিল তদন্ত। সেই তদন্ত চলাকালীন ডিনের এই সিদ্ধান্তে বাড়ছে গুঞ্জন।

ইস্তফা দেওয়ার বিষয়ে সুবিনয় চক্রবর্তী জানিয়েছেন, এটি আভ্যন্তরীণ ব্যাপার। ব্যক্তিগত কিছু কারণে নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। প্রসঙ্গত, শনিবার রাত্রিবেলা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ হন গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ। তাঁর দায়িত্বভার হাতে নেওয়ার আগেই ডিনের এ হেন পদত্যাগ নিঃসন্দেহে চাঞ্চল্যকর ইঙ্গিত খুলে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই টালমাটাল অবস্থায় যেখানে ডিনদের অধিক দায়িত্ব নিতে হতো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎই তাঁর সিদ্ধান্ত প্রশ্ন উঠছে।

রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “ডিন কখনও রেজিস্ট্রারের কাছে পদত্যাগ করেন না। উপাচার্যর কাছে করতে হবে। তাই আমার কাছে এমন কোনও খবর নেই।”

উল্লেখ্য, পড়ুয়া মৃত্যুর তদন্তে নেমে প্রথম বর্ষের পড়ুয়াদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্ত কমিটি জানতে পারে, ইন্ট্রো দেওয়ার নামে ঘটনার দিন প্রথমে বিবস্ত্র করা হয় নাবালককে। তারপর ওই অবস্থাতেই তাকে হস্টেলের তিনতলার রেলিংয়ে হাঁটতে বাধ্য করেন সিনিয়ররা। আভ্যন্তরীণ তদন্ত কমিটি জানতে পারে, হস্টেল থেকে পড়ে যাওয়ার পর রাত্রিবেলা গেট বন্ধ করে চলে জিবি। চারবার জিবি মিটিং হয়। পুলিশ যাতে হস্টেলে প্রবেশ করতে না পারে সেই কারণে বন্ধ করে দেওয়া হয় গেটও। আর গেট বন্ধ করার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন যাদবপুরের প্রাক্তন পড়ুয়া জয়দীপ ঘোষ। এমনকী,আরও কয়েকজন অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করত কমিটি। কিন্তু সেই তদন্তের মাঝ পথেই কী পড়ল ভাঁটা? কারণ তদন্তের বহু রিপোর্ট-তথ্য রয়েছে ডিনের কাছে। নতুন উপাচার্যকে সেই সমস্ত বিষয় বুঝিয়ে দেওয়ার আগেই তাঁর পদত্যাগ বাড়াচ্ছে জল্পনা।

 

Next Article