Election Commission : আর ১৮ পর্যন্ত অপেক্ষা নয়, সতেরোতেই ভোটার হওয়ার আবেদনে গ্রিন সিগন্যাল কমিশনের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 25, 2023 | 5:45 PM

Election Commission : জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন দিনভর নানা অনুষ্ঠান হল গোটা দেশে। অনুষ্ঠান হল বাংলাতেও।

Election Commission : আর ১৮ পর্যন্ত অপেক্ষা নয়, সতেরোতেই ভোটার হওয়ার আবেদনে গ্রিন সিগন্যাল কমিশনের
আর ১৮ পর্যন্ত অপেক্ষা নয়, সতেরোতেই ভোটার হওয়ার আবেদনে গ্রিন সিগন্যাল কমিশনের

Follow Us

কলকাতা : আর ১৮ নয়, এ বার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে। ১৩তম জাতীয় ভোটার (National Voter’s Day) দিবসে ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। ১৭ বছর বয়স হলেই করা যাবে রেজিস্ট্রেশন। অর্থাৎ, ভোটার হওয়ার জন্য আগাম আবেদনের ব্যবস্থা শুরু করল কমিশন। এর ফলে ১৮ বছর হলেই আগাম আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন। নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে ভোটার কার্ড (Voter Card)। 

জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন দিনভর নানা অনুষ্ঠান হল গোটা দেশে। অনুষ্ঠান হল বাংলাতেও। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু। বুধবার ডি এম অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন এসডিও এবং অন্যান্যরা। ভোটার দিবস উপলক্ষে এদিন জেলাশাসক হলে একটি বৈঠক করা হয়। এদিনের বৈঠকে জেলা শাসক জাতীয় ভোটার দিবসের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিনটিকেই ভোটার দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগ, ভোট দেওয়ার প্রয়োজনীয়তা, নির্বাচনী সচেতনতা বাড়াতে, নতুন ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগে উত্‍সাহিত করতেই প্রতিবছর এদিন নানা কর্মসূচি নেওয়া হয় গোটা দেশে। 

Next Article