Partha Chatterjee News: রামকৃষ্ণ স্মরণম্‌ গচ্ছামি! পার্থ পড়ছেন কথামৃত

Aug 09, 2022 | 11:57 PM

Sri Sri Ramakrishna Kathamrita: পার্থর সেল ব্লকে আসছে বাংলা, ইংরেজি, হিন্দি সহ মোট ৮টি করে সংবাদপত্র। যদিও সেদিকে নজর নেই তাঁর। তিনি চেয়েছেন শ্রীরামকৃষ্ণের কথামৃত

Follow Us

কলকাতা: এসি নেই। নেই বিলাসবহুল যাপন। জেলের বাকি ‘কয়েদি’দের মতোই সাধারণ থেকে অতি সাধারণ দিন যাপন করছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সেল ব্লকে আসছে বাংলা, ইংরেজি, হিন্দি সহ মোট ৮টি করে সংবাদপত্র। যদিও সেদিকে নজর নেই তাঁর। পার্থ চেয়েছেন শ্রীরামকৃষ্ণের কথামৃত।

সেলের বাইরে যখন হাঁটাহাঁটি করছেন তখন কোনও কটূক্তি যেন ধেয়ে না আসে বা কেউ তাঁকে বিরক্ত যেন করতে না পারে তাই সর্বক্ষণ সঙ্গে রয়েছেন দুজন কারারক্ষী। নিরাপত্তায় তাঁর সেলের বাইরেই রয়েছে সিসিটিভি ক্যামেরাও।

সাধারণের মতো জেলে থাকলেও মাঝে মধ্যেই পার্থর দিনযাপনে আসছে আবদারও। গতকাল চপ ও বেগুনি খেতে চেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারা দফতর সূত্রে খবর ডাল, ভাত, তরকারি ও মাছ দিয়েই মধ্যাহ্নভোজ সারছেন তিনি।

কলকাতা: এসি নেই। নেই বিলাসবহুল যাপন। জেলের বাকি ‘কয়েদি’দের মতোই সাধারণ থেকে অতি সাধারণ দিন যাপন করছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সেল ব্লকে আসছে বাংলা, ইংরেজি, হিন্দি সহ মোট ৮টি করে সংবাদপত্র। যদিও সেদিকে নজর নেই তাঁর। পার্থ চেয়েছেন শ্রীরামকৃষ্ণের কথামৃত।

সেলের বাইরে যখন হাঁটাহাঁটি করছেন তখন কোনও কটূক্তি যেন ধেয়ে না আসে বা কেউ তাঁকে বিরক্ত যেন করতে না পারে তাই সর্বক্ষণ সঙ্গে রয়েছেন দুজন কারারক্ষী। নিরাপত্তায় তাঁর সেলের বাইরেই রয়েছে সিসিটিভি ক্যামেরাও।

সাধারণের মতো জেলে থাকলেও মাঝে মধ্যেই পার্থর দিনযাপনে আসছে আবদারও। গতকাল চপ ও বেগুনি খেতে চেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারা দফতর সূত্রে খবর ডাল, ভাত, তরকারি ও মাছ দিয়েই মধ্যাহ্নভোজ সারছেন তিনি।

Next Video