কলকাতা: আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুতে ক্রমেই জোরাল হচ্ছে রহস্য। প্রথম থেকেই অভিযোগ উঠছিল, ধর্ষণ করে খুন করা হয়েছে। ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা দেহ দেখার পর স্পষ্ট করেছেন, গালে, ঠোঁটে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে।এরই মধ্যে পুলিশও বিস্ফোরক দাবি করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নাকে, গলায় ও ঠোঁটে আঘাত রয়েছে। পুলিশের অনুমান, বাইরের লোক নয়, ‘নিজেদের লোকজনের’ কাজ। কারণ দেহ উদ্ধার হয়েছে সেমিনার হলে। ওয়ার্ড অনেকটাই দূরে। সেমিনার হলে বাইরের কারোর প্রবেশাধিকার থাকে না। খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ছাত্রীর ওপরের দিকে কাপড় থাকলেও, নীচের অংশে কাপড় ছিল না বলে পুলিশ সূত্রের খবর।
তবে আরজি করে আসা ফরেনসিক টিমের কর্তা এস কে সাহার কথায়, “আমরা যেটা দেখলাম, ঠোঁটে, গালে, গলায় মার্ক রয়েছে। দেহ চিৎ অবস্থায় ছিল, শোয়ানো ছিল। আমরা যখন গিয়েছিলাম, দেহ পুরো কভার ছিল।” দেহে পোশাক না থাকার একটা অভিযোগ উঠছে। সে বিষয়ে ফরেনসিক কর্তা বলেন, “চাদর চাপা ছিল। আমরা তো চাদর সরিয়ে দেখিনি। তাই পোশাক ছিল কিনা, তা বলা যাচ্ছে না।” যদিও ময়নাতদন্তের রিপোর্টেই পুরো বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন ফরেনসিক কর্তারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল ওই চিকিৎসকের। শুক্রবার সকাল সাড়ে ১১টার সময়ে হাসপাতালের সেমিনার রুম থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ডিনের নেতৃত্বে তৈরি হয়েছে তদন্ত কমিটি। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিনের নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)