Corona Update: ধীরে ধীরে কাটছে করোনা ভয়! বাংলায় একদিনে ১ হাজারের বেশি কমল আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 18, 2022 | 7:05 PM

Corona Update: গত ২৪ ঘণ্টায় পজিটিভিটির হার দাঁড়িয়েছে ১৬.৯ শতাংশ। মৃত্যু হয়েছে ৬ জনের।

Corona Update: ধীরে ধীরে কাটছে করোনা ভয়! বাংলায় একদিনে ১ হাজারের বেশি কমল আক্রান্তের সংখ্যা
পাড়ায় পাড়ায় চলছে নমুনা সংগ্রহ। ছবি:PTI

Follow Us

কলকাতা: উদ্বেগের মাঝেও আশার আলো। রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমে গেল করোনা আক্রান্তের (Corona Infection) সংখ্যা।  রবিবার যেখানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৬৫৯, তা সোমবার এক ধাক্কায় কমে হয়ে গেল ১৪৪৯। একদিনের ব্যবধানে প্রায় ১২০০-র কাছাকাছি কমল আক্রান্তের সংখ্যা। তাতেই স্বস্তি ফিরেছে স্বাস্থ্য মহলে (Health Department)। তবে গতকালের থেকে সোমবার মৃতের সংখ্যা সামান্য কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছে ৬ জন। অন্যদিকে সারাদিনের পজিটিভিটির হার দাঁড়িয়েছে ১৬.৯ শতাংশ। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলায় আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। সরকারিভাবে সেই ঘোষণার পর আরও ঘন হয়েছিল উদ্বেগের মেঘ। কিন্তু, এবার সেখানে দৈনিক সংক্রমণের পতন দেখতে পাওয়ার পর অনেকটাই স্বস্তি ফিরেছে নাগরিক মহলে। 

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – সোমবার আক্রান্ত ২৫৩। রবিবার আক্রান্ত ৪৮৭। 

উত্তর ২৪ পরগনা – সোমবার আক্রান্ত ৩৮৮। রবিবার আক্রান্ত ৫৮১।

দক্ষিণ ২৪ পরগনা –  সোমবার আক্রান্ত ৫১। রবিবার আক্রান্ত ১৫৬। 

হাওড়া – সোমবার আক্রান্ত ২৯। 

নদিয়া –  সোমবার আক্রান্ত ৩৩। 

পশ্চিম বর্ধমান – সোমবার আক্রান্ত ৬৯। রবিবার আক্রান্ত ১৫৫।

পশ্চিম মেদিনীপুর- সোমবার আক্রান্ত ৫২। রবিবার আক্রান্ত ৬৭।

দার্জিলিং- সোমবার আক্রান্ত ৬৫। রবিবার আক্রান্ত ৭২।

বীরভূম- সোমবার আক্রান্ত ১১৬। রবিবার আক্রান্ত ২১৯।

পূর্ব বর্ধমান- সোমবার আক্রান্ত ৮১। রবিবার আক্রান্ত ১০৫। 

পূর্ব মেদিনীপুর – সোমবার আক্রান্ত ১৭। রবিবার আক্রান্ত ২৫। 

জলপাইগুড়ি – সোমবার আক্রান্ত ৫১। রবিবার আক্রান্ত ৭৩।                                                                                                                                                                                                                                                                                                                                          মুর্শিদাবাদ –  সোমবার আক্রান্ত ৬। রবিবার আক্রান্ত ২৪। 

মালদহ – সোমবার আক্রান্ত ২০। রবিবার আক্রান্ত ৭০।  

উত্তর দিনাজপুর – সোমবার আক্রান্ত ৫। রবিবার আক্রান্ত ২৯। 

আলিপুরদুয়ার – সোমবার আক্রান্ত ২৫। রবিবার আক্রান্ত ৩০। 

বাঁকুড়া – সোমবার আক্রান্ত ১১। রবিবার আক্রান্ত ৬২। 

দক্ষিণ দিনাজপুর – সোমবার আক্রান্ত ৪৫। রবিবার আক্রান্ত ৪৭।

পুরুলিয়া – সোমবার আক্রান্ত ১৭। রবিবার আক্রান্ত ৮১।

ঝাড়গ্রাম – সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৭। 

কোচবিহার – সোমবার আক্রান্ত ২৪। রবিবার আক্রান্ত ২৬। 

কালিম্পং – সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৪। 

হুগলি – সোমবার আক্রান্ত ৮৭। রবিবার আক্রান্ত ১৫৯। 

Next Article