Weather Update: ঝোড়ো হাওয়া আর ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে জানাল হাওয়া অফিস

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 18, 2022 | 6:45 PM

Weather: ২০ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather Update: ঝোড়ো হাওয়া আর ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে জানাল হাওয়া অফিস
ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Follow Us

কলকাতা: গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বাংলায়। আপাতত হালকা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাইরে দিয়ে যাচ্ছে। বর্তমানে রাজস্থান থেকে ছত্তীসগঢ় ও ওড়িশা হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে এখন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।

২০ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে গত কয়েকদিনে পুড়ছে উত্তরের জেলাগুলি। আবহাওয়া দফতর বলছে, এবার কিছুটা স্বস্তি পাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলাগুলিতে। তবে বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে বৃহস্পতিবার এই তালিকায় যুক্ত হতে পারে দার্জিলিং, কোচবিহার জেলার নামও।

এ রাজ্যে জুন মাসের শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যা বৃষ্টি হয়েছে, তা কলকাতা ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথমবার। আবহাওয়াবিদরা বলছেন, অন্তত ১০ বছর এ ছবি বাংলা দেখেনি। জুন মাসে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপই হয়নি। তবে সে মাসে উত্তরবঙ্গে আবার প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু বর্ষার প্রথম ভাগে চাগিয়ে খেললেও, দ্বিতীয়ভাগে বৃষ্টির দেখা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। যার জেরে কার্যত তাপপ্রবাহের পরিস্থিতিও দেখা গিয়েছে গত সপ্তাহেই। মৌসুমী অক্ষরেখা ওড়িশামুখী হতেই বৃষ্টি কমেছে। পরিষ্কার আকাশে সূর্যের তেজও বেড়েছে। গরমে অসুস্থ হয়ে এক পড়ুয়ার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। তবে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গরম কাটলেও উত্তরবঙ্গবাসীর চিন্তা, আবার জুন মাসের মতো ভেসে না যায়।

Next Article