COVID 19: দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা, কেমন আছে বাংলার জেলাগুলি?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 23, 2022 | 7:52 PM

COVID 19: কমেছে মৃতের সংখ্যা। মৃত্যু হয়েছে ১ জনের। এদিন দৈনিক পজিটিভিটিল রেট দাঁড়িয়েছে ২.৭২ শতাংশ।

COVID 19: দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃতের সংখ্যা, কেমন আছে বাংলার জেলাগুলি?
পাড়ায় পাড়ায় চলছে নমুনা সংগ্রহ। ছবি:PTI

Follow Us

কলকাতা: সোমবার করোনা আক্রান্ত (Corona Infection) হয়েছিলেন ১৯৫ জন। মৃত্যু হয়েছিল ৪ জনের। তবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন বলছে এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তবে কমেছে মৃতের সংখ্যা। মৃত্যু হয়েছে ১ জনের। এদিন দৈনিক পজিটিভিটিল রেট দাঁড়িয়েছে ২.৭২ শতাংশ। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –

কলকাতা – মঙ্গলবার আক্রান্ত ৯১। সোমবার আক্রান্ত ৫৯। রবিবার আক্রান্ত ৭১। 

উত্তর ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ৩৯। সোমবার আক্রান্ত ৩২। রবিবার আক্রান্ত ৬৬। 

দক্ষিণ ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ২০। সোমবার আক্রান্ত ২২। রবিবার আক্রান্ত ২৭। 

হাওড়া – মঙ্গলবার আক্রান্ত ১৪। সোমবার আক্রান্ত ১৩। রবিবার আক্রান্ত ৯। 

নদিয়া – মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত ১। রবিবার আক্রান্ত ৪।

পশ্চিম বর্ধমান – মঙ্গলবার আক্রান্ত ১২। সোমবার আক্রান্ত ১০। রবিবার আক্রান্ত ১৩। 

পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত ৯। রবিবার আক্রান্ত ১৭। 

দার্জিলিং- মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত ৪। রবিবার আক্রান্ত ৪। 

বীরভূম – মঙ্গলবার আক্রান্ত ৮। সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ২৩। 

পূর্ব বর্ধমান- মঙ্গলবার আক্রান্ত ১১। সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ৬।

পূর্ব মেদিনীপুর – মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত ৫। রবিবার আক্রান্ত ৪। 

জলপাইগুড়ি – মঙ্গলবার আক্রান্ত ৮। সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৯। 

মুর্শিদাবাদ- মঙ্গলবার আক্রান্ত ৩। সোমবার আক্রান্ত ০। রবিবার আক্রান্ত ২। 

মালদহ – মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ১০। 

উত্তর দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ১০। সোমবার আক্রান্ত ০। রবিবার আক্রান্ত ০। 

আলিপুরদুয়ার – মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত ৬। রবিবার আক্রান্ত ১। 

বাঁকুড়া – মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৪। 

দক্ষিণ দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৬। সোমবার আক্রান্ত ৩। রবিবার আক্রান্ত ৬। 

পুরুলিয়া – মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত ২। রবিবার আক্রান্ত ৫। 

ঝাড়গ্রাম – মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত ১। রবিবার আক্রান্ত ০। 

কোচবিহার – মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত ১। রবিবার আক্রান্ত ৩। 

কালিম্পং – মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত ০। রবিবার আক্রান্ত ১। 

হুগলি – মঙ্গলবার আক্রান্ত ১৩। সোমবার আক্রান্ত ১৪। রবিবার আক্রান্ত ১১। 

Next Article