Nursing Cadidates: পরেশের মেয়ের পর অখিলের ভাইঝি? নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ফের পথে  চাকরি প্রার্থীরা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 29, 2022 | 4:12 PM

Nursing Cadidates: চাকরি প্রার্থীদের মূল অভিযোগ, নার্সিং-এর নিয়োগ পরীক্ষায় নায্যভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনও তাঁদের নিয়োগ হয়নি, অথচ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল, তাঁদের নিয়োগ করা হয়েছে।

Nursing Cadidates: পরেশের মেয়ের পর অখিলের ভাইঝি? নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ফের পথে  চাকরি প্রার্থীরা
নার্সিং প্রার্থীদের বিক্ষোভ

Follow Us

কলকাতা: শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উত্তাল গোটা রাজ্য। তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল, তাঁদের বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এবার সেই একই অভিযোগ উঠল স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। আর এই নিয়োগের ক্ষেত্রে ফের রাজ্যের এক মন্ত্রীর নাম সামনে আনছেন নার্সিং চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার মতো তালিকায় পিছনের দিকে থেকেও চাকরি পেয়ে গিয়েছেন অখিল গিরির ভাইঝি সায়না গিরি। এই বিক্ষোভের জেরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান প্রার্থীরা।

কালীঘাটে সেই বিক্ষোভ শুরু হওয়ার পরই নার্সিং পড়ুয়াদের আটকায় পুলিশ। যদিও মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জে গিয়েছেন, তা সত্ত্বেও তাঁর বাড়ির রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রার্থীরা। কিছুক্ষণ পর তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদ জানালেই কেন এভাবে আটকানো হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা।

চাকরি প্রার্থীদের মূল অভিযোগ, নার্সিং-এর নিয়োগ পরীক্ষায় নায্যভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও এখনও তাঁদের নিয়োগ হয়নি, অথচ তালিকায় পিছনের দিকে যাঁদের নাম ছিল, তাঁদের নিয়োগ করা হয়েছে। সে ক্ষেত্রেই অখিল গিরির ভাইঝির নাম সামনে আনছেন তাঁরা। তাঁদের দাবি, সায়না গিরির নাম প্রথম তালিকায় বেরোয়নি, তা সত্ত্বেও তিনি চাকরি করছেন। এই নিয়োগেও দুর্নীতির গন্ধ পাচ্ছেন চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীকে এই নিয়োগ নিয়ে জবাব দিতে হবে।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশে ইতিমধ্যেই সহকারী শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েচে অঙ্কিতাকে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

Next Article