‘এক্সট্রিম নিউডিটি’, চরিত্রের জন্য সময় কাটাতে হবে প্রযোজকের সঙ্গে…

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Aug 08, 2021 | 9:10 PM

ঘটনার সূত্রপাত ২২ জুলাই। প্রথম, অপরিচিত নম্বর থেকে ফোনে ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পান নায়িকা...

Follow Us

কলকাতা: ওয়েব সিরিজে চরিত্র দেওয়ার নামে ‘অশ্লীল’ প্রস্তাব। উঠতি নায়িকাকে প্রস্তাব প্রযোজকের। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের অভিনেত্রীর।

ঘটনার সূত্রপাত ২২ জুলাই। প্রথম, অপরিচিত নম্বর থেকে ফোনে ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পান নায়িকা। তারপর যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে। চরিত্র সম্পর্কে জানতে চাইলে, ‘ক্যারাকটার ব্রিফ’ করা হয় হোয়াটসঅ্যাপে। অভিনেত্রীর দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটেই ‘অশ্লীল’ প্রস্তাব দেয় নিজেকে প্রযোজক পরিচয় দেওয়া ওই ব্যক্তি।

হোয়াটসঅ্যাপে ঠিক কী বলা হয়?

TV9 বাংলাকে অভিনেত্রী জানান, ‘ক্যারেকটার ব্রিফ’ করার সময় বলা হয়, চাই ‘এক্সট্রিম নিউডিটি’। শুধু তাই নয়, ওয়েব সিরিজে ওই চরিত্র করতে সময় কাটাতে হবে প্রযোজকের সঙ্গেও। অভিনেত্রী আপত্তি জানান এবং বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এভাবে কাউকে অ্যাপ্রোচ করা হয় না।” পরে নিজের ঘনিষ্ঠ মহলে ঘটনার কথা জানালে বন্ধুরাই তাঁকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। সেই মতো আজ যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, “পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও ঘটবে, তাই আমি নিজে থেকেই অভিযোগ জানিয়ে গেলাম।”

 

সাম্প্রতিক সময়ে, এই ধরনের ঘটনায় কলকাতা থেকেই গ্রেফতার হয়েছে একাধিক অভিযুক্ত। নিউটাউন থেকেই যেমন গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। এরই মধ্যে টলিউডে নীলছবির ছায়া, স্বাভাবিকভাবেই তদন্তকারীদের কাছে বাড়তি চিন্তা।

কলকাতা: ওয়েব সিরিজে চরিত্র দেওয়ার নামে ‘অশ্লীল’ প্রস্তাব। উঠতি নায়িকাকে প্রস্তাব প্রযোজকের। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের অভিনেত্রীর।

ঘটনার সূত্রপাত ২২ জুলাই। প্রথম, অপরিচিত নম্বর থেকে ফোনে ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পান নায়িকা। তারপর যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপে। চরিত্র সম্পর্কে জানতে চাইলে, ‘ক্যারাকটার ব্রিফ’ করা হয় হোয়াটসঅ্যাপে। অভিনেত্রীর দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটেই ‘অশ্লীল’ প্রস্তাব দেয় নিজেকে প্রযোজক পরিচয় দেওয়া ওই ব্যক্তি।

হোয়াটসঅ্যাপে ঠিক কী বলা হয়?

TV9 বাংলাকে অভিনেত্রী জানান, ‘ক্যারেকটার ব্রিফ’ করার সময় বলা হয়, চাই ‘এক্সট্রিম নিউডিটি’। শুধু তাই নয়, ওয়েব সিরিজে ওই চরিত্র করতে সময় কাটাতে হবে প্রযোজকের সঙ্গেও। অভিনেত্রী আপত্তি জানান এবং বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এভাবে কাউকে অ্যাপ্রোচ করা হয় না।” পরে নিজের ঘনিষ্ঠ মহলে ঘটনার কথা জানালে বন্ধুরাই তাঁকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। সেই মতো আজ যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, “পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও ঘটবে, তাই আমি নিজে থেকেই অভিযোগ জানিয়ে গেলাম।”

 

সাম্প্রতিক সময়ে, এই ধরনের ঘটনায় কলকাতা থেকেই গ্রেফতার হয়েছে একাধিক অভিযুক্ত। নিউটাউন থেকেই যেমন গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। এরই মধ্যে টলিউডে নীলছবির ছায়া, স্বাভাবিকভাবেই তদন্তকারীদের কাছে বাড়তি চিন্তা।

Next Article