ED on Calcutta High Court: তদন্তে বাধা দেওয়ার অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের ইডির
Kolkata: বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। ইডি আধিকারিকরা যখন ভিতরে ঢোকেন, তার ঘণ্টা খানেকের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা। আর সিপি যাওয়ার খানিক পরপরই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সেখানে।

কলকাতা: ইডির তদন্তে বাধা। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ ইডির। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, বৃহস্পতিবার যখন প্রতীক জৈনের বাড়িতে চলছিল তল্লাশি চলছিল। সেই সময় পুলিশ সেখানে অতিসক্রিয় ছিল। তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই হাইকোর্টের দ্বারস্থ ইডি আধিকারিকরা। এ দিন, এই মামলায় যাবতীয় নথি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। শুক্রবারই শুনানির সম্ভাবনা।
বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালায়, তখন শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে আবাসনের নীচে কথা কাটাকাটি হয় কেন্দ্রীয় বাহিনীর। পুলিশকে আবাসনের প্রধান গেটের বাইরে যেতে অনুরোধ করে কেন্দ্রীয় বাহিনী। সেই নিয়ে চলে একপ্রস্ত বচসা।
ইডি আধিকারিকরা যখন ভিতরে ঢোকেন, তার ঘণ্টা খানেকের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা। আর সিপি যাওয়ার খানিক পরপরই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন সেখানে। তড়িঘড়ি বাড়ির ভিতরে ঢোকেন তিনি। খানিক পরই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁর হাতে একটি সবুজ ফাইল দেখা যায়। সেটিকে ধরে সাংবাদিকদের সামনেই মমতা বলেন, “দেখুন আমি সব এই ফাইলে নিয়ে এসেছি। কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ। সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেছেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে।” এই ঘটনাতেই হাইকোর্টের দ্বারস্থ ইডি।
