State Govt: স্বাস্থ্য দফতরে নতুন নাম, একাধিক অফিসারের তালিকা প্রকাশ নবান্ন

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 18, 2024 | 7:44 PM

State Govt: স্বাস্থ্যসচিব হিসেবে নারায়ণ স্বরূপ নিগম থাকলেও এবার ওই দফতরে নতুন যুগ্ম সচিব হলেন বিবেক কুমার। এছাড়াও বেশ কয়েকটি বিভাগে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

State Govt: স্বাস্থ্য দফতরে নতুন নাম, একাধিক অফিসারের তালিকা প্রকাশ নবান্ন
নবান্ন
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আরজি কর কাণ্ডের পর থেকে স্বাস্থ্য দফতরের সচিবকে সরানোর দাবি উঠেছিল। জুনিয়র ডাক্তারদের সেই দাবি মানেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি জানিয়ে দেন, স্বাস্থ্য সচিবকে সরানো হবে না। তবে সেই ঘটনার কয়েক মাস কেটে যাওয়ার পর এবার স্বাস্থ্য দফতর পেল নতুন যুগ্ম সচিব। স্বাস্থ্যসচিব হিসেবে নারায়ণ স্বরূপ নিগম থাকলেও এবার ওই দফতরে নতুন যুগ্ম সচিব হলেন বিবেক কুমার। এছাড়াও বেশ কয়েকটি বিভাগে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ, বুধবার নবান্নের তরফ থেকে অফিসারদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিবেক কুমার ছাড়াও তালিকায় নাম রয়েছে একাধিক অফিসারের। পর্যটন দফতরের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন অভিষেক কুমার তিওয়ারি, পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকো (WBHIDCO)-র ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন শশাঙ্ক শেঠী, নন কনভেনশনাল অ্যান্ড রিইউজেবল এনার্জি সোর্সের ডিপার্টমেন্টের সচিব হচ্ছেন ইয়েলুচুরি রত্নাকর রাও। ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরম বিভাগের সচিব হচ্ছেন জগদীশ প্রসাদ মীনা। কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারি করা হল ড. রাজেশ কুমারকে। পরিবেশ দফতরের সচিব পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন রোহিনী সেন।

এই নতুন পদে অফিসারদের দায়িত্ব দেওয়ার কোনও বিশেষ কারণ নেই বলেই জানা গিয়েছে। নবান্নের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী দফতরগুলি সামলাবেন অফিসাররা।

Next Article