Sacked Teacher: ‘OMR ছাড়া কোনও তালিকা বের করাটাই বেআইনি’, কীসের ভিত্তিতে তাহলে তালিকা প্রকাশ করছে SSC? কী বলছেন আইনজীবী?
Sacked Teacher: মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, "সুপ্রিম কোর্টে মামলা হল, তারা কোনও নথি দেখাতে পারল না, তাহলে আজকে কীভাবে প্রকাশ? যদি থাকত, তাহলে আগে কেন দেয়নি? আর যদি এখন বানানো হয়, তাহলে সেটা তো বেআইনি।"

কলকাতা: বিকাল গড়িয়ে সন্ধ্যার পর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। কিন্তু কোন ফরম্যাটে তালিকা প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি এসএসসি। সূত্রের খবর, দফায় দফায় আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন এসএসসি কর্তা। কীভাবে আপলোড করলে, আইনি কোনও সমস্যা থাকবে না, সে বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। আপাতত জানা যাচ্ছে, ২২ লক্ষ ওএমআর প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু এই তালিকা প্রকাশে কি আদৌ সমস্যা মিটবে? কী বলছেন মামলাকারীদের আইনজীবী?
মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, “সুপ্রিম কোর্টে মামলা হল, তারা কোনও নথি দেখাতে পারল না, তাহলে আজকে কীভাবে প্রকাশ? যদি থাকত, তাহলে আগে কেন দেয়নি? আর যদি এখন বানানো হয়, তাহলে সেটা তো বেআইনি।”
OMR শিট ছাড়া তালিকা প্রকাশ কীভাবে? সে প্রসঙ্গে আইনজীবী বলেন, “OMR শিট ছাড়া, কোনও প্রমাণ ছাড়া, কে যোগ্য, কে অযোগ্য কীভাবে নির্ধারিত হবে? ধরুন, চারটে নাম আমি বলে দিলাম, ওরা অযোগ্য, আর দশটা নাম বললাম ওরা যোগ্য। কিন্তু ওরা কেন যোগ্য, সেটা কীভাবে প্রমাণিত হবে? প্রমাণ ছাড়া কোনও তালিকা বের করাটা একদমই বেআইনি।”

