নয়া দিল্লি: বাংলার পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা, অশান্তির অভিযোগ উঠছে এখনও। এই আবহে এবার পাঁচ সদস্যর কমিটি গঠন করল বিজেপি। কমিটিতে থাকা পাঁচজনই মহিলা, পাঁচজনই বিজেপি সাংসদ। পঞ্চায়েত ভোটে মহিলাদের উপর যে হামলা, হিংসা হয়েছে, মূলত সেটাই দেখবে এই কমিটি। সাংসদ সরোজ পাণ্ডের নেতৃত্বে এই কমিটি গঠন করে বিজেপি। বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এই কমিটি গঠন করে দেন।
সোমবার বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিংহ প্রেস বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে বলা হয়েছে, বাংলার পঞ্চায়েত ভোটে মহিলাদের উপর যে হিংসা হয়েছে, তা খতিয়ে দেখতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি দল তৈরি করে দিয়েছেন। এই দল বাংলার হিংসা বিধ্বস্ত এলাকায় যাবে। আক্রান্তদের সঙ্গে কথা বলবে। এরপর সেই রিপোর্ট জেপি নাড্ডাকে দেবে।
এই দলে রয়েছেন সাংসদ সরোজ পাণ্ডে, সাংসদ রমা দেবী, সাংসদ অপরাজিতা সারেঙ্গি, সাংসদ কবিতা পাতিদার ও সাংসদ সন্ধ্যা রায়। এর আগে বিজেপি আরও একটি দল পাঠিয়েছিল। যারা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় গিয়েছিল। একইসঙ্গে উত্তরবঙ্গে কোচবিহারেও গিয়েছিল তারা। সেই দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
তিনি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন এ রাজ্যের সরকার ও মুখ্যমন্ত্রীকে। বলেছিলেন, “বাংলার মুখ্যমন্ত্রী আফশোস করেছেন হিংসার ঘটনা নিয়ে। শুধু আফশোস করলে তো আর হবে না। পদক্ষেপও করতে হবে।” একইসঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও উষ্মা করেন তিনি। বারবার পুলিশের সহযোগিতা চেয়েও সাধারণ মানুষ তা পাননি বলে অভিযোগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেই দলও ফিরে গিয়ে রিপোর্ট দেয় জেপি নাড্ডাকেই। এবার মহিলাদের বিষয়ে দেখতে আলাদা দল পাঠাচ্ছে বিজেপি।