Local Train Cancellation : যাত্রী দুর্ভোগ কমাতে নয়া সিদ্ধান্ত রেলের, রবিবার ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন হাওড়া-বর্ধমান শাখায়

Local Train Cancellation : এদিকে লোকাল বাতিলের খবরে ইতিমধ্য়েই উদ্বেগ বাড়তে শুরু করেছে নিত্যযাত্রীদের মধ্যে। তবে যাত্রী দুর্ভোগ কমাতে ইতিমধ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

Local Train Cancellation : যাত্রী দুর্ভোগ কমাতে নয়া সিদ্ধান্ত রেলের, রবিবার ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন হাওড়া-বর্ধমান শাখায়
ট্রেন বাতিল।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 24, 2023 | 8:47 PM

কলকাতা : শুক্রবারের বিকালে বড় ঘোষণা করা হয়েছে রেলের (Indian Railway) তরফে। বেলানগর স্টেশনের কাছে থাকা ইলেক্ট্রনিক ইন্টারলকিংয়ের বদলের কাজ চলবে শনিবার রাত থেকে। আর ঠিক সেই কারণেই রবিবার হাওড়া-বর্ধমান কর্ড শাখায় (Howrah-Bardhaman Cord Line) সমস্ত লোকাল ট্রেন বাতিলের ঘোষণা হয়ে গিয়েছে। একইসঙ্গে ঘুরপথে চলবে বহু দূরপাল্লার ট্রেনও। এদিকে লোকাল বাতিলের খবরে ইতিমধ্য়েই উদ্বেগ বাড়তে শুরু করেছে নিত্যযাত্রীদের মধ্যে। তবে যাত্রী দুর্ভোগ কমাতে ইতিমধ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে রেলের তরফে। 

২৬ মার্চ ডাউন বর্ধমান-ডানকুনি লোকাল বর্ধমান থেকে ছড়াবে সকাল ৫টা ৪০, ৬.৫০, ৭.৩০, ৮.৩৫, বিকাল ৩টা ২৫, ৪টা ৫০, ৫টা ৫০, ৬টা ৪৫। ট্রেনগুলির ডানকুনিতে পৌঁছানোর কথা আছে যথাক্রমে সকাল ৭টা ১০, ৮টা ২০, ৯টা, ১০.০৫, বিকাল ৪টা ৫৫, সন্ধ্যা ৮টা ২০, ৭টা ২০, রাত ৮টা ১৫ মিনিটে। একইসঙ্গে চলবে আপ ডানকুনি-বর্ধমান লোকালও। সকাল ৭টা ২৫, ৮টা ৩৫, ৯টা ১৫, ১০টা ২০, বিকাল ৫টা ১০, সন্ধ্যা ৬টা ৩৫, সন্ধ্যা ৭টা ৩৫, রাত ৮টা ৩০ মিনিটে। 

একজোড়া স্পেশ্যাল ট্রেন চলবে ডাউন বর্ধমান-হাওড়া শাখায়। ছড়াবে সকাল ৮টা ১০ ও ৯টা ১৫ মিনিটে। একইসঙ্গে আপ হাওড়া-বর্ধমান শাখাতেও চলবে একজোড়া স্পেশ্যাল ট্রেন। হাওড়া থেকে ট্রেন দুটি ছাড়বে দুপুর ২টো ৪৫ ও ৩টে ৩৫ মিনিটে। এদিকে ওই দিন যাত্রীদের অসুবিধার জন্য ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।