ফের আন্দোলনের পথে যাদবপুর! ঘেরাও সহ-উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা

ঋদ্ধীশ দত্ত |

Dec 12, 2020 | 2:55 PM

আন্দোলনকারীদের অভিযোগ, করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ম্যানেজমেন্ট ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। যার ফলে ভর্তি প্রক্রিয়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও পড়ুয়াদের নানা সমস্যার মুখোমুখি হয়ে হচ্ছে।

ফের আন্দোলনের পথে যাদবপুর! ঘেরাও সহ-উপাচার্য ও অন্যান্য আধিকারিকরা
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বিশ্ববিদ্যালয়ের অনলাইন ম্যানেজমেন্ট ব্যবস্থা তুলে ধরা হয়েছে বেসরকারি হাতে। একইসঙ্গে কোভিড পরিস্থিতির জেরে ভর্তি ব্যবস্থায় অনিয়ম-সহ একাধিক অভিযোগ তুলে ফের আন্দোলনের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ারা। সহ-উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের ইতিমধ্যেই ঘেরাও করা হয়েছে। তবে কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের বৈঠক চলছে। আশা করা হচ্ছে শীঘ্রই কোনও রফাসূত্র বেরিয়ে আসবে।

আন্দোলনকারীদের অভিযোগ, করোনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ম্যানেজমেন্ট ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। যার ফলে ভর্তি প্রক্রিয়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও পড়ুয়াদের নানা সমস্যার মুখোমুখি হয়ে হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয় ১১ মাস পর। তাতেও বিস্তর ভুল ধরা পড়ে। ভর্তি প্রক্রিয়া নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। এই সমস্ত বিষয়ে কয়েকদিন ধরেই অসন্তোষ বাড়ছিল পড়ুয়াদের। কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয়।

আন্দোলনকারীদের দাবি, পড়ুয়াদের সুবিধার্থে আগের ব্যবস্থাই ফিরিয়ে আনতে হবে। বর্তমান ভর্তির ব্যবস্থা বহাল রাখা চলবে না। যাদবপুরের তিন বিভাগের থেকেই এক সুরে এই দাবি তোলা হচ্ছে। বৈঠকের মাধ্যমেই সমাধান মিলবে বলে আশা করছে উভয় পক্ষ। সেটা না হলে ডেডলাইন দেওয়া হবে কর্তৃপক্ষকে। তাও যদি ব্যর্থ হয় তখন বৃহত্তর আন্দোলনের সম্ভাবনা থাকছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকালকের বৈঠকে আন্দোলনকারীদের দাবি-দাওয়া প্রাথমিকভাবে মেনে নিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে  আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে যার মাধ্যমে আগের পদ্ধতিতে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: সুদীপ্তর চিঠি কোনও প্রভাবশালীর অঙ্গুলিহেলনে নয় তো! সিবিআই-কে শুভেন্দুর বিস্ফোরক চিঠি

 

 

Next Article