সুদীপ্তর চিঠি কোনও প্রভাবশালীর অঙ্গুলিহেলনে নয় তো! সিবিআই-কে শুভেন্দুর বিস্ফোরক চিঠি
সুদীপ্ত সেনের চিঠিতে যাঁদের নাম ছিল, ইতিমধ্যেই প্রায় সকলেই মুখ খুলেছেন। কেবল শুভেন্দুই মুখে কুলুপ এঁটে ছিলেন। এদিন এই চিঠির মাধ্যমে তিনি কার্যত মুখ খুললেন বলা চলেন।
কলকাতা: সারদা (Saradha Scam) চিটফাণ্ড মামলায় সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির ভিত্তিতে তদন্ত চেয়ে এবার সিবিআই (CBI) ডিরেক্টরকে চিঠি দিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি সারদা চিটফাণ্ড মামলার প্রধান অভিযুক্ত প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে যে চিঠি দিয়েছিলেন। সেখানে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে কয়েক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। সেখানে নাম ছিল শুভেন্দু অধিকারীরও। যা নিয়ে এবার দিল্লি ও কলকাতার সিবিআই দফতরে চিঠি দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।
সুদীপ্ত সেনের চিঠিতে যাঁদের নাম ছিল, ইতিমধ্যেই প্রায় সকলেই মুখ খুলেছেন। কেবল শুভেন্দুই মুখে কুলুপ এঁটে ছিলেন। এদিন এই চিঠির মাধ্যমে তিনি কার্যত মুখ খুললেন বলা চলেন।
সিবিআই-কে শুভেন্দু লিখেছেন, সুদীপ্ত সেনের চিঠিতে বিরোধী দলের বাকি নেতাদের নাম ছাড়া তাঁর নামও রয়েছে। গত ২৭ নভেম্বর তিনি মন্ত্রিত্ব ছাড়ার পরই ১ ডিসেম্বর সুদীপ্ত সেনের লেখা এই চিঠির কোনও একটা ‘সংযোগ’ রয়েছে বলে আশঙ্কা শুভেন্দুর। বিশেষ করে যে সময়ে এই চিঠি দেওয়া হয়েছে, তা ‘সহজাতভাবেই’ শুভেন্দুর সন্দেহজনক ঠেকছে। চিঠিতে সাফ লিখেছেন তিনি।
এই দীর্ঘ সময় বাদে সুদীপ্ত সেনের লেখা চিঠির দুটো কারণ থাকতে পারে। হয় ‘কোনও প্রভাবশালী ব্যক্তির দ্বারা জেল কর্তৃপক্ষ ও সারদা-কাণ্ডের মূল অভিযুক্ত প্রভাবিত হয়ে এই চিঠি লিখেছেন’। বা গোটা ঘটনা সম্পর্কে এখনও বহু তথ্য গোপন করে রেখেছেন সুদীপ্ত সেন। চিঠিতে এমনটাই অভিমত শুভেন্দুর। এই চিঠির পিছনে আসল কারণ কী, সেটাই তদন্ত করে দেখার আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: শিরাকোলের ‘দশ মিনিটের’ অশান্তিতে উস্কানি দিয়েছিলেন বিজেপিনেতাই, নবান্নে রিপোর্ট পুলিসের
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে যে চিঠি সুদীপ্ত সেন দিয়েছিলেন, সেখানে নাম ছিল বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, মুকুল রায়ের। তাৎপর্যপূর্ণভাবে, সদ্য মন্ত্রিত্ব-ত্যাগী শুভেন্দু অধিকারীর নামও সেখানে ছিল। চিঠিটি প্রকাশ্যে আসার পর থেকেই এই চিঠি লেখার সময় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেন। চিঠিতে নাম থাকা প্রত্যেকেই এক সুরে জানতে চান, এত বছর পর সারদা-কর্তার কেন মনে পড়েছে এই কথা। ফলে শুরু থেকেই প্রশ্ন উঠছিল এই চিঠির যৌক্তিকতা নিয়ে। সিবিআই-এর পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া আসেনি। এর মধ্যে চিঠিতে নাম থাকা সত্ত্বেও শুভেন্দু সিবিআই দফতরে চিঠি দিয়ে যেভাবে যথাযথ তদন্তের দাবি জানালেন, তাতে গোটা ঘটনায় তাঁর অবস্থান আরও শক্ত হল বলে ধারণা ওয়াকিবহাল মহলের।