Dengue Death: শহরতলিতে ফের ডেঙ্গিতে মৃত্যু, পুরসভা বলছে ‘সচেতনতার অভাব’

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Aug 25, 2023 | 5:32 PM

South Dumdum: জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে রক্ত পরীক্ষায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। দু'দিন ধরে জ্বর নিয়ে ভর্তি ছিলেন দক্ষিণ দমদম পৌর হাসপাতালে। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না।

Dengue Death: শহরতলিতে ফের ডেঙ্গিতে মৃত্যু, পুরসভা বলছে সচেতনতার অভাব
ডেঙ্গি উদ্বেগ বাংলায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরতলিতে। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম ববিতা রায় (৩৫)। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে রক্ত পরীক্ষায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। দু’দিন ধরে জ্বর নিয়ে ভর্তি ছিলেন দক্ষিণ দমদম পৌর হাসপাতালে। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হল না। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ মৃত্যু হয় ওই গৃহবধূর। মহিলার মৃত্যুর খবর আসার পর থেকেই পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে বিষয়টি নিয়ে দক্ষিণ দমদম পুরসভার সিআইসি সঞ্জয় দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মহিলাকে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে পরিবারের ঢিলেমি ছিল। বললেন, ‘ওই রোগীর মৃত্যুর ৯ দিন আগে থেকে জ্বর ছিল। স্বাস্থ্যকর্মীরা তাঁকে জোর করে ফিভার ক্যাম্পে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসেন। ডাক্তারও দেখাতে চাইছিলেন না ওই মহিলা। তারপর রক্ত পরীক্ষা করানোর পর ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে।’ সিআইসি জানাচ্ছেন, ডেঙ্গি ধরা পড়ার পর স্বাস্থ্যকর্মীরা ওই মহিলাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলেছিলেন। তখন মহিলাকে বরাহনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে বেড না থাকায়, অন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

কিন্তু ওই মহিলা অন্য হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই ফিরে আসেন বলে দাবি পুরসভার সিআইসির। এরপর শারীরিক অবস্থার যখন খুব অবনতি হয়ে যায়, তখন তাঁকে নিয়ে আসা হয় দক্ষিণ দমদম পৌর হাসপাতালে। গতকাল হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। সিআইসি সঞ্জয় দাস জানাচ্ছেন, পুরসভা থেকে মানুষকে সচেতন করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও একাংশের মানুষ সচেতন হচ্ছে না। সম্প্রতি একটি বাড়ির চত্বর পরিষ্কার করার জন্য পুরসভার কর্মীদের পুলিশ নিয়ে ঢুকতে হয়েছিল বলেও জানাচ্ছেন তিনি।

Next Article