Bomb Blast: বল কুড়াতে গিয়ে উড়ল হাত, বোমা ফেটে জখম কিশোর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 11, 2022 | 11:06 PM

Crime in Kolkata: শুক্রবার বিকেলের এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই পরিত্যক্ত এলাকায় বোমা ফেলে রেখে গেল, তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Follow Us

কলকাতা : রাত পোহালেই বিধাননগরে পুরভোট। তার আগে শুক্রবার বিকেলে কলকাতায় ফাটল বোমা (Bomb Blast in Kolkata)। ভোটের আগের বিকেলে ২৬ নম্বর পি কে টেগোর স্ট্রিটে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় এক কিশোর। ১৩ বছর বয়সি ওই কিশোর বাড়ির পাশে এক পরিত্যক্ত জায়গায় বল কুড়াতে গিয়েছিল। তখনই বোমা ফেটে হাত উড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিশোরের হাতে গুরুতর চোট রয়েছে। পরিত্যক্ত ওই বাড়ির কাছে কীভাবে বোমাটি এল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার বিকেলের এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই পরিত্যক্ত এলাকায় বোমা ফেলে রেখে গেল, তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

এখনও বেশ কিছু উত্তর অধরা রয়েছে। কী ধরনের বোমা ছিল, তাও এখনও স্পষ্ট নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে। তাঁরা ওই পরিত্যক্ত এলাকার থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবেন। তারপরেই গোটা বিষয়টির সম্পর্কে আরও বিশদে জানা যাবে। এদিকে শনিবারই বিধাননগর সহ মোট চার পুরনিগমের নির্বাচন রয়েছে। আর তারই মধ্যে এই বোমা ফাটার ঘটনায় একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুর্শিদাবাদে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। বল ভেবে খেলতে গিয়ে একই পরিবারের তিন শিশু আহত হয়েছিল। গুরুতর চোট পেয়েছিল সেই তিন শিশু। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায়।

যদিও শুক্রবার পি কে টেগোর স্ট্রিটে বোমা ফেটে জখম কিশোরকে গুরুতর জখম অবস্থায় আরজিকর মেডিকল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে ওই কিশোরের। এদিকে এই বোমা ফাটার ঘটনায় এখনও পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। গোটা ঘটনায় আরও গভীরে গিয়ে তদন্ত করতে চাইছে পুলিশ। এদিকে ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তার রিপোর্ট দিলে, আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে জেলা থেকে কলকাতা – বার বার একই ধরনের ঘটনার রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা : রাত পোহালেই বিধাননগরে পুরভোট। তার আগে শুক্রবার বিকেলে কলকাতায় ফাটল বোমা (Bomb Blast in Kolkata)। ভোটের আগের বিকেলে ২৬ নম্বর পি কে টেগোর স্ট্রিটে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় এক কিশোর। ১৩ বছর বয়সি ওই কিশোর বাড়ির পাশে এক পরিত্যক্ত জায়গায় বল কুড়াতে গিয়েছিল। তখনই বোমা ফেটে হাত উড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিশোরের হাতে গুরুতর চোট রয়েছে। পরিত্যক্ত ওই বাড়ির কাছে কীভাবে বোমাটি এল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার বিকেলের এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা ওই পরিত্যক্ত এলাকায় বোমা ফেলে রেখে গেল, তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

এখনও বেশ কিছু উত্তর অধরা রয়েছে। কী ধরনের বোমা ছিল, তাও এখনও স্পষ্ট নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে যাচ্ছে। তাঁরা ওই পরিত্যক্ত এলাকার থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করবেন। তারপরেই গোটা বিষয়টির সম্পর্কে আরও বিশদে জানা যাবে। এদিকে শনিবারই বিধাননগর সহ মোট চার পুরনিগমের নির্বাচন রয়েছে। আর তারই মধ্যে এই বোমা ফাটার ঘটনায় একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুর্শিদাবাদে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। বল ভেবে খেলতে গিয়ে একই পরিবারের তিন শিশু আহত হয়েছিল। গুরুতর চোট পেয়েছিল সেই তিন শিশু। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায়।

যদিও শুক্রবার পি কে টেগোর স্ট্রিটে বোমা ফেটে জখম কিশোরকে গুরুতর জখম অবস্থায় আরজিকর মেডিকল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে ওই কিশোরের। এদিকে এই বোমা ফাটার ঘটনায় এখনও পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। গোটা ঘটনায় আরও গভীরে গিয়ে তদন্ত করতে চাইছে পুলিশ। এদিকে ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তার রিপোর্ট দিলে, আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে জেলা থেকে কলকাতা – বার বার একই ধরনের ঘটনার রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article