কলকাতা: পথ দুর্ঘটনায় শহরে মৃত্যু। রবিবারই পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্টে একটি বেপরোয়া দুধের গাড়ি পিষে দিয়ে যায় এক ফুটপাথবাসীকে। সেই ঘটনার একদিন কাটতে না কাটতেই আবারও মৃত্যু। এবার এজেসি বোস উড়ালপুলে মৃত্যু হয়েছে বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মদন সাহা।
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি বাইক নিয়ে এজেসি বোস উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, সেই সময় পিছন থেকে কোনও গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। যার জেরে বাইক নিয়েই উড়ালপুরের দেওয়ালে ধাক্কা খান ওই ব্যক্তি। মাথা থেকে খুলে যায় হেটমেট।
দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রসঙ্গত, গত রবিবার (২৭ অগস্ট) সকাল ৫টা ৪৫ নাগাদ দ্রুত গতিতে এক্সাইড থেকে আসা একটি দুধের গাড়ি সার্কাস এভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। সেই সময় ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায় ওই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।