Missing Case: দশমীর রাতে বেরিয়েছিল বান্ধবীর সঙ্গে দেখা করতে, তারপর থেকে খোঁজ নেই অয়নের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 09, 2022 | 5:54 PM

Missing Case: মোবাইলের লোকেশন দেখা গিয়েছে হরিদেবপুরের নেপালগঞ্জ সংলগ্ন এলাকায়। কিন্তু এখনও পর্যন্ত অয়ন মণ্ডলকে খুঁজে পাওয়া যায়নি।

Missing Case: দশমীর রাতে বেরিয়েছিল বান্ধবীর সঙ্গে দেখা করতে, তারপর থেকে খোঁজ নেই অয়নের
মৃত অয়ন মণ্ডল

Follow Us

কলকাতা: কলকাতার পূর্ব পুটিয়ারির দীনেশ পল্লির বাসিন্দা অয়ন মণ্ডল। পেশায় অ্যাপ-বাইক চালক। দশমীর রাত থেকে ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সূত্রের খবর, দশমীর রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল সে। এরপর অয়নের বান্ধবী বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু সারা রাত কেটে গেলেও অয়ন আর বাড়ি ফেরেনি, এমনই দাবি পরিবারের সদস্যদের। পরিবারের লোকেদেরও দুশ্চিন্তা ক্রমেই বাড়তে থাকে। অয়ন মণ্ডলের পরিবারেরে তরফে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশের থেকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোবাইলের লোকেশন হরিদেবপুরের নেপালগঞ্জ সংলগ্ন এলাকায়। কিন্তু এখনও পর্যন্ত অয়ন মণ্ডলকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের লোকেরা অভিযোগ তুলছেন, পুলিশ কোনও পদক্ষেপ করছে না।

বছর একুশের পেশায় অ্যাপ-বাইক চালক ওই যুবককে দশমীর রাতে বাড়ি থেকে বেরিয়েছিল। পরিবার সূত্রে খবর, বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল সে। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। এই এলাকাটি পড়ে হরিদেবপুর থানা এলাকার মধ্যে। ভোর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের তরফে হরিদেবপুর থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, পুলিশ তাদের জানিয়েছে নেপালগঞ্জ এলাকায় অয়নের মোবাইলের লোকেশন পাওয়া গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নিখোঁজ যুবকের পরিবারের লোকেরা শুক্রবার দুপুরে লালবাজারে যেতে পারেন বলে জানা গিয়েছে। লালবাজারে যে মিসিং স্কোয়াড রয়েছে, সেখানে গোটা বিষয়টি জানাতেই পরিবারের লোকেরা লালবাজারে যেতে পারেন বলে জানা গিয়েছে। নিখোঁজ যুবকের পরিবারের আশা, লালবাজারের দ্বারস্থ হলে, হয়ত তাঁদের ঘরের ছেলেকে খুঁজে পাওয়ার কিছু একটা ব্যবস্থা হবে।

জানা গিয়েছে, দশমীর রাতে বান্ধবীর বাড়িতে দেখা করতে গিয়েছিল অয়ন। এরপর বন্ধুদের সঙ্গে ফোনে কথাও হয়েছিল অয়নের। রাত একটা নাগাদ একবার এবং রাত তিনটের কিছু পরেও আরও একবার বন্ধুর সঙ্গে কথা হয়েছিল ফোনে। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি অয়ন। এদিকে ওই বান্ধবীর বাড়িতে এখন কেউ নেই বলেই জানা গিয়েছে।

 

Next Article