Dengue: বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 02, 2024 | 11:45 PM

Dengue: জানা গিয়েছে, মৃতার নাম শিবানী দাস (৬৯)। তিনি বিধাননগর পৌর নিগমের চার নম্বরের ওয়ার্ডের বাসিন্দা। শরৎপল্লী গোপালপুর নারায়ণপুরে থাকেন। গত ৩১ অক্টোবর জ্বর নিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ১০ টা ১২ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্য়ুর কারণ হিসাবে মৃত্যু ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে।

Dengue: বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার
প্রতীকী ছবি

Follow Us

বিধাননগর: বর্ষা আর নেই। ফলে বৃষ্টির ঝামেলাও চুকেছে আপাতত। সম্প্রতি দানার জেরে বৃষ্টি হলেও এখনও আকাশ পরিষ্কার। ফলে জল জমার অবকাশ কিন্তু। কিন্তু তার মধ্যেই এল মর্মান্তিক খবর। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক বৃদ্ধার।

জানা গিয়েছে, মৃতার নাম শিবানী দাস (৬৯)। তিনি বিধাননগর পৌর নিগমের চার নম্বরের ওয়ার্ডের বাসিন্দা। শরৎপল্লী গোপালপুর নারায়ণপুরে থাকেন। গত ৩১ অক্টোবর জ্বর নিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ১০ টা ১২ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্য়ুর কারণ হিসাবে মৃত্যু ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে।

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উৎসবের মরশুমে উত্তরবঙ্গেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। শুধু ডেঙ্গি নয়, সঙ্গে ম্যালেরিয়াও রয়েছে। কোচবিহারের দিনহাটা, শিলিগুড়িতে মিলেছে ডেঙ্গি আক্রান্তের খোঁজ। তবে আশার আলো যে প্রত্যেকে সুস্থ হয়েই বাড়ি ফিরছেন। প্রসঙ্গত, চলতি বছরের বর্ষায় দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে একাধিকের খবর প্রকাশ্যে আসে। বাধ্য হয়ে বিভিন্ন পুরসভাগুলি ময়দানে নামে ডেঙ্গি মশা মারতে। বিভিন্ন জায়গায় পুরসভা উদ্যোগ নিয়ে ছাড়ে গাপ্পি মাছ। তবে উৎসবের মরশুমে এভাবে ডেঙ্গিতে মৃত্যু কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

Next Article