কলকাতা: অনলাইন পরীক্ষার (Online Exam) দাবি বিগত কয়েক সপ্তাহ ধরেই ফুঁসছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পড়ুয়া। দফায় দফায় চলেছে আন্দোলন। তবে আন্দোলনের উদ্দেশ্যে, গতিপ্রকৃতি নিয়ে নানা চর্চা চলছে নাগরিক মহলে। শিক্ষা মহলের একটা বড় অংশ যেখানে অফলাইন পরীক্ষাকে সমর্থন করছে সেখানে অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনের বৈধতা কোথায় তা নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু, এর মধ্য়ে অনলাইন পরীক্ষার দাবিতে গত ৬ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে বসে ছিলেন পড়ুয়ারা। তখনই তাঁদের উপরে পুলিশি হামলা হয় বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের।
এবার এ ঘটনার প্রতিবাদেই বুধবার মৌলালী থেকে মেয়ো রোডে মহাত্মা গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে এদিন ১১টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর ১টা নাগাদ। যা গান্ধী মূর্তির কাছে এসে পৌঁছায় দুপুর ২টো নাগাদ। যেথানে পা মেলাতে দেখা যায় প্রায় ৫০০-র বেশি পড়ুয়াকে। পুলিশের বিরুদ্ধে ওঠে স্লোগান। কেন মহিলা পুলিশ ছাড়া ছাত্রীদের গায়ে হাত দেওয়া হল সে প্রশ্নও ছুঁড়ে দেওয়া হয়। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার রাজপথ। দুপুরের ব্যস্ত সময়ে অবরোধ করা হয় ধর্মতলা মোড়। যার জেরে তীব্র যানজটেরও তৈরি হয়। তবে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিনের মিছিল প্রসঙ্গে এক আন্দোলনকারী ছাত্রী বলেন, “দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করা পড়ুয়াদের অধিকার। ভিসি সেখানে দেখা করতে না এসে রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশ পাঠিয়ে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা গোটা ছাত্রসমাজকে এই ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ানোর আবেদন জানাচ্ছি”। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ায়নি নাগরিক মহলের একটা বড় অংশ। পাশে দাঁড়ায়নি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। তাতেই চাপে পড়েছে আন্দোলনকারীরা। যদিও অফলাইন-অনলাইন বিতর্কের মাঝে দাঁড়িয়ে এদিনের মিছিল থেকেই এক ছাত্রী বলেন, “আমরা অফলাইন পরীক্ষা দেব। আমাদের একটু সময় দেওয়া হোক। এতদিন অনলাইনে ক্লাস করিয়ে বলছে অফলাইন এক্সাম! আগে ৪ মাস অফলাইনে ক্লাস হোক। তারপর অফলাইনে পরীক্ষা দেব”।