কলকাতা: বিধানসভার স্ট্যান্ডিং কমিটির স্টাডি ট্যুরে ঢুকে পড়ছেন বাইরের লোক। উষ্মা প্রকাশ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার বিধানসভার ৪১ টি কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন স্পিকার। ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, সেই বৈঠকেই স্পিকার স্টাডি ট্যুরে বাইরের লোককে সঙ্গী করে বিধায়কদের যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন। সেই সঙ্গে সিকিউরিটি নিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন স্পিকার।
এদিনের বৈঠকে দুই চেয়্যারম্যান শওকত মোল্লা (পরিবেশ ও বন স্ট্যান্ডিং কমিটি) আর মদন মিত্র (শ্রম স্ট্যান্ডিং কমিটি) দেরিতে আসেন। কেন দেরিতে আসেন তা নিয়ে মদন মিত্র ব্যাখ্যা দিয়ে বলেন, তাঁর বাড়িতে চারজনের ডেঙ্গি হয়েছে। আর শওকত মোল্লা রাজভবনে দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বলে জানান।
এমনকি, বৈঠকে না এসে স্বাক্ষর করার প্রবণতা বিধায়কদের মধ্যে কখনও কখনও দেখা যাচ্ছে বলেও এদিনের বৈঠকের আলোচনায় উঠে এসেছে। একদা রাজ্যের বাইরেও স্টাডি ট্যুর করতেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। তবে আর্থিক অবস্থার কথা বিবেচনা করে তৃণমূল সরকার ক্ষমতায় আসার বছর দুয়েকের মধ্যে তা বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, সেই ট্যুর যাতে আবার শুরু করা যায়, তার প্রস্তাব এদিনের ঘণ্টা দেড়েকের বৈঠকে দিয়েছেন কোনও কোনও চেয়ারম্যান।
সময় মতো কমিটি বৈঠকে যোগ দেওয়া, প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কমিটিগুলিকে পরামর্শ দিয়েছেন স্পিকার। তবে ভূমি ও ভূমি সংস্কার স্ট্যান্ডিং কমিটির জেলা ট্যুর করলে সেখানে বৈঠকের সময়ে জেলা স্তরের আধিকারিকদের আসার প্রবণতা কম। যে আধিকারিকরা আসেন, তাঁরা কমিটির প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেন না, এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।