Pakistani: বাজার থেকে ভিসা ছাপিয়ে বিদেশেও পাঠাত লোক, বাংলায় বসে পাকিস্তানি আজাদ কামিয়েছে ৫০ কোটির ওপর
Pakistani: আজাদের মোবাইল থেকে পাকিস্তানে নাগরিকদের সঙ্গে কথোপকথনের তথ্য পেয়েছে ইডি। আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার ২০ হাজার পাতার নথি। পাসপোর্ট বানানোর প্রচুর ছবি। প্রচুর ভয়েস রেকর্ড উদ্ধার। কার সাথে কী কথা হয়েছে, সেগুলো ডিকোড করছে ইডি।

কলকাতা: শুধুই পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করেছিল পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা পাকিস্তানি আজাদ মল্লিক। ইউরোপের দেশগুলির ভিসা জাল বানিয়ে লোক পাঠাত, জানতে পেরেছেন তদন্তকারীরা। এছাড়াও দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্য জাল ভিসা বানাত আজাদ। খোলা বাজার থেকে ভিসা নিজেই ছাপিয়ে বিদেশে লোক পাঠাত। আজাদের থেকে মিলেছে দুটি ভোটার কার্ড। একটি নৈহাটি বিধানসভা এলাকার, অপরটি রাজারহাট – গোপালপুর বিধানসভার। জাল পাসপোর্ট ও ভিসা বানিয়ে ৫০ কোটির লেনদেনের হদিশ মিলেছে আজাদের থেকে।
সূত্রের খবর, আজাদের মোবাইল থেকে পাকিস্তানে নাগরিকদের সঙ্গে কথোপকথনের তথ্য পেয়েছে ইডি। আজাদের দুটি মোবাইল থেকে উদ্ধার ২০ হাজার পাতার নথি। পাসপোর্ট বানানোর প্রচুর ছবি। প্রচুর ভয়েস রেকর্ড উদ্ধার। কার সাথে কী কথা হয়েছে, সেগুলো ডিকোড করছে ইডি।
ISD নম্বরের সূত্র ধরে জানা যাচ্ছে আজাদ পাকিস্তানে যোগাযোগ রাখতো। আজাদের মোবাইল থেকে মিলেছে ২০ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট। পাকিস্তানের সেই নম্বর কী আজাদের পাক হ্যান্ডলারের জানতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে আজাদকে জেরা করে করতে চায় ইডি।

