কলকাতা: ভোটের আগে বাংলায় রাজনীতির পারদ তুঙ্গে। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছেন বিরোধীরা। এবার বিডিও-র বিরুদ্ধে অভিযোগ তুলে খোদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের পরিস্থিতি। প্রতীক জমা দিতে গেলে কংগ্রেস প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন অধীর চৌধুরী। বিডিও অফিসের সামনে ধরনায় বসলেও একজন সাংসদ হিসেবে তাঁকে কোনও মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।
এদিন মুর্শিদাবাদের বড়ঞার ব্লক অফিলে প্রতীক জমা দিতে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থীরা। সেই সময়েই তাঁদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সেই খবর পেয়েই বিডিও অফিসে ছুটে গিয়েছিলেন অধীর। পরে প্রার্থীদের ওপর হামলার অভিযোগে ধরনায় বসে পড়েন।
অধীরের অভিযোগ, একজন সাংসদ হিসেবে তিনি ধরনায় বসলেও তাঁর সঙ্গে দেখা করার সৌজন্যটুকু দেখাননি বড়ঞার বিডিও। এক গ্লাস জল দেওয়া তো দূরের কথা, তিনি নিজের টাকায় একটা ফ্যানের ব্যবস্থা করতে চাইলে, সেই অনুমতিটুকুও মেলেনি বলে অভিযোগ। সাংসদের দাবি, প্রবল গরমে তাঁকে ওইভাবে বসে থাকতে হলেও অদূরেই পুলিশের জন্য জল, ফ্যান সব ব্যবস্থাই ছিল।
এক্ষেত্রে একজন জনপ্রতিনিধি তথা সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, প্রিভিলেজ কমিটি বিষয়টা দেখুক ও বিডিও-র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।