Panchayat Election 2023: কত বেতন পান পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানরা? কত বেতন জেলা পরিষদের সভাধিপতির?
Panchayat Election 2023: ২০১৮ সাল পর্যন্ত বেতন কাঠামো একরকম ছিল। ২০১৯ সাল থেকে তা বদলে গিয়েছে। ত্রিস্তরেরই সমস্ত সদস্যদের বেতন বেশ খানিকটা বেড়ে গিয়েছে।
কলকাতা: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) রণদামামা। আগামী ৮ জুলাই রাজ্য়ে হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। জানা গিয়েছে, ইতিমধ্যে জমা পড়েছে প্রায় আড়াই লক্ষ মনোনয়ন। বর্তমানে গোটা রাজ্যে মোট পঞ্চায়েতের সংখ্যা ৩ হাজার ৩১৭। মোট পঞ্চায়েত সমিতি ৩৪১। মোট জেলা পরিষদ ২০টি। কিন্তু, জানেন কী পঞ্চায়েত স্তরে নির্বাচিত সদস্যরা কত করে বেতন পান?
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় স্তরে মোট ৪৮৬৪৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য ৯২১৭ জন। জেলা পরিষদের সদস্য সংখ্যা ৮২৫। তবে এই সকল নির্বাচিত সদস্যদের বেতন পরিকাঠামো ২০১৮ সাল পর্যন্ত একরকম ছিল। কিন্তু, ২০১৯ সাল থেকে তা বদলে যায়। খানিক বাড়ে সকলের বেতন। নতুন বেতন কাঠামোয় পঞ্চায়েত প্রধানরা পান ৫ হাজার টাকা বেতন। আগে ছিল ৩ হাজার টাকা। এখন পঞ্চায়েত সদস্যরা পান ৩ হাজার টাকা বেতন। আগে ছিল দেড় হাজার টাকা। উপপ্রধানরা পাচ্ছেন ৪ হাজার টাকা। আগে যা ছিল ২ হাজার টাকা।
কেমন বেতন কাঠামো পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে?
অন্যদিকে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে একজন সভাপতির বেতন ৬ হাজার টাকা। পাশাপাশি তিন সহকারী সভাপতি পাচ্ছেন ৫ হাজার ৫০০ টাকা। সেখানে কর্মাধ্যক্ষরা পাচ্ছেন ৫ হাজার টাকা। সদস্যরা পাচ্ছেন ৩ হাজার ৭০০ টাকা। ২০১৯ সালে বেতন কাঠামো বদলে যাওয়ার পর থেকে জেলা পরিষদের সভাধিপতির মাসিক বেতন ৯ হাজার টাকা। সহকারী সভাধিপতিরা পাচ্ছেন ৮ হাজার টাকা। কর্মাধ্যক্ষরা পাচ্ছেন ৭ হাজার টাকা। ২০১৯ সালের আগে জেলা পরিষদের সাধারণ সদস্যরা পেতেন দেড় হাজার টাকা বেতন। ২০১৯ সালের পর থেকে তা অনেকটাই বেড়ে হয়েছে ৫ হাজার টাকা।