কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে। কোথায়ও চলছে গুলি, কোথাও উঠছে মারধরের অভিযোগ। এ হেন পরিস্থিতির মধ্যেই সোমবারও মনোনয়ন দিলেন বহু প্রার্থী। গত সপ্তাহে শুক্রবার ও শনিবারের পর সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিন। গত তিন দিনে গ্রাম পঞ্চায়েতের ৪২ হাজার ৩২২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৩১ ও জেলা পরিষদের ৫৮৮টি মনোনয়ন জমা পড়েছে।
তিন দিন পরও দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে সবথেকে বেশি মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির প্রার্থীরা। বিজেপির জমা দেওয়া মনোয়নের সংখ্যা, ২০ হাজার ৫১৬ ও তৃণমূলের ৩ হাজার ৪৪৯। সিপিএমের ১৭ হাজার ৫৪টি মনোয়ন জমা পড়েছে।
প্রথম দিনে তৃণমূল গ্রাম পঞ্চায়েতে ৩,০৬২টি, পঞ্চায়েত সমিতিতে ৩৭২টি এবং জেলা পরিষদে ১৫টি মনোনয়ন জমা করেছে। বিজেপি গ্রাম পঞ্চায়েতে ১৭,৮৬৯টি, পঞ্চায়েত সমিতিতে ২,৫১১টি এবং জেলা পরিষদে ১৩৬টি মনোনয়ন জমা করেছে। তিন দিন পরের হিসেব বলছে, বামেও মনোনয়নের দৌড়ে শাসক দলের থেকে অনেকটাই এগিয়ে। গ্রাম পঞ্চায়েতে ১৪,৯৬০টি, পঞ্চায়েত সমিতিতে ২,৩৫৬টি এবং জেলা পরিষদে ২৩১টি মনোনয়ন জমা করেছে সিপিএম। সব মিলিয়ে মোট ৪৯,০৪১টি মনোনয়ন জমা পড়েছে।
গত বৃহস্পতিবারই পঞ্চায়েতের দিন ঘোষণা হয়েছে। ১৫ তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া। তবে এই সময় যথেষ্ট নয় বলেই দাবি করেছেন বিরোধীরা। এই দাবিতে মামলাও হয়েছে হাইকোর্টে।