Recruitment Case: চাকরির পরীক্ষার এক লক্ষ খাতা গায়েব! রাজ্যের উত্তরে আদালতও বলছে ‘আষাঢ়ে গল্প’

Recruitment Case: সম্প্রতি একের পর এক নিয়োগ দুর্নীতির মামলায় ক্রমশ অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক, সব ক্ষেত্রেই গুরুতর সব অভিযোগ সামনে এসেছে।

Recruitment Case: চাকরির পরীক্ষার এক লক্ষ খাতা গায়েব! রাজ্যের উত্তরে আদালতও বলছে 'আষাঢ়ে গল্প'
হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 5:50 PM

কলকাতা: হারিয়ে গিয়েছে চাকরির পরীক্ষার এক লক্ষ খাতা! রাজ্যের বক্তব্য শুনে অবাক বিচারপতিরা। খাতা হারিয়ে যাওয়াটা অনেকটা ‘আষাঢ়ে গল্প’ বলে মন্তব্য আদালতের। খাতা হারিয়ে গেলেও এখন সব সফট কপি রাখা থাকে, বিস্ময় প্রকাশ করে মন্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কী করে খাতা হারাল? কে বা কারা এই খাতা সংরক্ষণের দায়িত্বে ছিলেন? সেই সব প্রশ্নের উত্তর জানিয়ে চার সপ্তাহের মধ্যে পঞ্চায়েত দফতরের সচিবকে আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায়েক ডিভিশন বেঞ্চ। বুধবার ছিল সেই মামলার শুনানি। ২০১৮ সালে পরীক্ষা হলেও এত বছরে কেন নিয়োগ হয়নি? সেই প্রশ্ন তুলেই মামলা হয়েছিল কোর্টে।

মুর্শিদাবাদে পঞ্চায়েতের ১৫৭টি পদে নিয়োগের জন্য ২০১৮ সালে পরীক্ষা দেন প্রায় এক লক্ষ চাকরি প্রার্থী। কিন্তু এতদিনেও কোনও নিয়োগ হয়নি। দ্রুত নিয়োগের দাবিতে ২০২১ সালে মামলা হয় হাইকোর্টে। বুধবার রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সেই পরীক্ষার যাবতীয় খাতাপত্র হারিয়ে গিয়েছে, যা শুনে ডিভিশন বেঞ্চ বিস্মিত। এক লক্ষ লোকের খাতা কী করে হারিয়ে গেল!

ডিভিশন বেঞ্চের বক্তব্য, হারিয়েছে মানে আর সে সব খুঁজে পাওয়া যাবে না, এখন আর সেটা হবে না। কারণ এখন সব এমন নথির সফট কপি থাকে অন্য এজেন্সির কাছে। তাই খাতা বা উত্তরপত্র পাওয়া যাবে বলেই মনে করছে আদালত।

সম্প্রতি একের পর এক নিয়োগ দুর্নীতির মামলায় ক্রমশ অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক, সব ক্ষেত্রেই গুরুতর সব অভিযোগ সামনে এসেছে। তদন্তে উঠে এসেছে ওএমআর শিট বিকৃতির কথা। আসল ওএমআর শিট আর সার্ভারের তথ্যে আকাশ-পাতাল ফারাকও সামনে এসেছে। তবে খাতা হারিয়ে যাওয়ার বিষয়টি কার্যত নজিরবিহীন।