কলকাতা: পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ। এক সিভিক ভলেন্টিয়রের অভিযোগক্রমে পার্ক স্ট্রিট থানার সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। পার্ক স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হল। এফআইআর-এর ভিত্তিতে তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ এবং ৫ অক্টোবরের রাতের ঘটনা। পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। সেখানে উপস্থিত ছিলেন অভিযোগকারিনী মহিলা সিভিক ভলান্টিয়রও। অভিযোগ, তাঁকে শ্লীলতাহানি করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক।
অভিযোগ, থানার সাব ইন্সপেক্টরদের রেস্ট রুমে তাঁকে ডেকে পাঠান পার্ক স্ট্রিট থানার ওই সাব ইনস্পেক্টর। তাঁকে পুজো উপলক্ষ্যে নতুন পোশাক দেন। পোশাক দেওয়ার সময় তাঁকে যেভাবে স্পর্শ করেন, সেটা শ্লীলতাহানির শামিল বলে অভিযোগ ওই মহিলা সিভিকের। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে বসিয়ে দেয় লালবাজার।|