কলকাতা: সংসদে স্মোক বম্ব কাণ্ড নিয়ে হইচই চলছেই। জুড়েছে কলকাতার (Kolkata) নামও। ঘটনায় মূল চক্রী হিসাবে উঠে এসেছে ললিত ঝা নামে এক যুবকের নাম। নীলাক্ষ আইচ নামের কলকাতার এক যুবককে সংসদের ঘটনার ভিডিয়ো হোয়াটসঅ্যাপে প্রথমবার পাঠিয়েছিলেন ললিত। এদিকে পুলিশ জানাচ্ছে ঘটনার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না ললিতের। ইতিমধ্যেই আবার পলাতক ললিত ঝা’র বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে কলকাতার বড়বাজারে।
সূত্রের খবর, ২১৮,রবীন্দ্র সরণিতে বছর দেড় দুই আগেও মাস্টার পরিচয়ে থাকতেন গৃহশিক্ষক ললিত। তবে সবসময় সেখানে থাকতেন কিনা এটা সঠিকভাবে বলতে পারছেন না বাড়ির ৩ তলায় থাকা রাজেশ আগারওয়ালের পরিবার। তবে তাঁরা জানাচ্ছেন, প্রায়শই দেখেছেন ললিতকে। কথা বলতে বলতে উঠে আসে বাড়ির মালিক অশোক আগরওয়ালের কথাও। তাঁর বর্তমান ঠিকানা দিল্লি।
কোনও নথি দিয়ে ঘর ভাড়া নিয়েছিলেন সেটা কেউ বলতে পারেনি। কথা বলার চেষ্টা করা হয়েছিল রবি আগরওয়ালের সঙ্গে। তাঁর উপরেই ছিল বাড়িতে থাকা ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায়ের দায়িত্ব। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু রবির মা স্বীকার করেছেন তাঁর ছেলই এই বাড়ির দেখাশোনা করত।
ললিতের খোঁজ করতে করতে কলকাতার ৫৯ মুক্তা রাম স্ট্রিটে ২ বছর আগে ললিতের বাবার থাকার বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, পেশায় পূজারি ছিলেন ললিতের বাবা। থাকতেন ৫৯ মুক্তা রাম স্ট্রিটের ওই বাড়িতে। কিন্তু, এই বাড়িতে থাকতেন না ললিত। কিন্তু, বাবার সঙ্গে প্রায়শই দেখা করতে আসতেন। জানাচ্ছেন ওই বাড়ির সঙ্গে দোকান লাগোয়া দোকানদার ও প্রতক্ষ্যদর্শীরা। কিন্তু, সম্প্রতি তাঁদের আর কাউকেই দেখা যায়নি বলে জানাচ্ছেন এলাকার লোকজন। তাতেই বেড়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, ললিত ঝা আদপে বিহারের বাসিন্দা। সংসদে স্মোক বম্ব কাণ্ডের ভিডিয়ো করতে দেখা যায় এই ললিতকে। এখন তাঁর কলকাতা যোগ সামনেই আসতেই বাংলাতেও শুরু হয়েছে নতুন চর্চা।