কলকাতা: পর্ণশ্রীতে নিখোঁজ কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রের। পর্ণশ্রী বিশালক্ষী তলার বাসিন্দা তারাতলা কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রোহিত সাউ গত ১৪ তারিখ শুক্রবার সকাল দশটার সময় স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। পরিবারের দাবি, সন্ধ্যা সাতটা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন এলাকার বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে।
প্রত্যেক আত্মীয়-স্বজনের বাড়ি, সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ নেওয়ার পরও কোনও উত্তর মেলে না। এরপর রাতে শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজখবর করতে থাকেন পরিবারের সদস্যরা। তারপরেও না পাওয়া গেলে পর্ণশ্রী থানায় লিখিত ভাবে নিখোঁজ ডায়েরি করা হয়। লালবাজারেও বিষয়টি জানানো হয়।
সাত দিন হয়ে গেলেও এখনও রোহিত বাড়ি না ফেরায় আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন পরিবারে লোকজন। এবং পরিবারের লোকজন রোহিত সাউয়ের ছবি প্রিন্টআউট করে বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবি দেওয়ালে আটকে দেয়। ইতিমধ্যেই পর্ণশ্রী থানার পুলিশ সিসিটিভি ফুটেজ চারিদিকে খতিয়ে দেখে খোঁজ চালাচ্ছে।