Kolkata News: আচমকাই ভাঙল বাড়ির অংশ, ফের পুরনো বাড়ি-বিপত্তি কলকাতায়

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Sep 15, 2023 | 11:23 PM

Kolkata: কাউন্সিলর পাপিয়া সিংয়ের কথায়, "অনেকদিন আগেই এই বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। অনেকবার বলা হয়েছে উঠে যেতে। ছাড়তে চায় না কেউই। রামরিক হাসপাতালে এখন কাজ করেন, এমন কেউ এখানে নেই। অনেক পুরনো কর্মীদের আত্মীয়স্বজন থাকেন এখানে।"

Kolkata News: আচমকাই ভাঙল বাড়ির অংশ, ফের পুরনো বাড়ি-বিপত্তি কলকাতায়
এই মহিলাই আটকে পড়েন বাড়িতে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শহরে আরও এক বিপজ্জনক বাড়ির চাঙড় ভেঙে বিপত্তি। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা এলাকার ৭১ নম্বর ওয়ার্ডে রামরিক হাসপাতালের কাছে একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে। একজন আটকে পড়েন ওই বাড়িতে। এক বৃদ্ধা আটকে ছিলেন। তাঁকে বের করে আনা হয়। এদিকে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও ডিএমজি। এখানকার বাসিন্দাদের পুনর্বাসনের ঘোষণাও করা হয়েছে। কিন্তু বাসিন্দারা এই বাড়ি ছাড়তে চান না বলে অভিযোগ করেন ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং।

আটকে পড়া ওই বৃদ্ধা বলেন, “আমি রুটি করছিলাম। হঠাৎই বিশাল চাঙড় ভেঙে পড়ে। আমি তখন একাই ছিলাম বাড়িতে। চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নেমে আসি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি তখন একাই ঘরে ছিলাম। মেয়ে আর নাতনি গিয়েছিল দোকানে। স্বামীও বাইরে ছিলেন। খবর পেয়ে ছুটতে ছুটতে আসে। আমার ঘরে একটা পাখি আছে। ওকে তুলতে গিয়ে আমার হাতে লাগে।”

এলাকার বাসিন্দারা বলেন, এই বিপজ্জনক বাড়িটিতে ৭০-৮০ জন থাকেন। একটি ট্রাস্টি পরিচালিত বাড়ি। মূলত, রামরিক হাসপাতালে এক সময় চাকরি করতেন এরকম লোকজনের আত্মীয়স্বজনরা এখানে থাকেন। পাশেই আরেকটি বিল্ডিং আছে এই ট্রাস্টিরই। সেখানকার বাসিন্দারা বলেন, “এই বাড়িটায় সবসময় জল পড়ে, জল জমে থাকে। আমাদের বিল্ডিংয়ে তো নিজেরাই যা করার করি। ট্রাস্টের বাড়ি কে করবে না হলে।”

কাউন্সিলর পাপিয়া সিংয়ের কথায়, “অনেকদিন আগেই এই বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। অনেকবার বলা হয়েছে উঠে যেতে। ছাড়তে চায় না কেউই। রামরিক হাসপাতালে এখন কাজ করেন, এমন কেউ এখানে নেই। অনেক পুরনো কর্মীদের আত্মীয়স্বজন থাকেন এখানে।” এই ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাবলু সিং বলেন, “এটা অ্যানেক্স ২। ১০ বছর আগে নোটিস দেওয়া হয়েছে এখানে। পুরনো বাড়ি, অথচ ২০০ লিটার করে উপরে রিজার্ভার ট্যাঙ্ক বসানো। প্রায় ৭-৮টা ট্যাঙ্ক।”

Next Article