Weather Update: চিন-ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়ে এবার বাংলায় টাইফুন ‘ইয়াগি’, শুক্রবার থেকে কলকাতার কী অবস্থা হবে জানুন

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 12, 2024 | 4:50 PM

Weather Update: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজ্যের উপকূলে বইতে পারে প্রবল ঝোড়ো হাওয়া। তার জেরে উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Weather Update: চিন-ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়ে এবার বাংলায় টাইফুন ইয়াগি, শুক্রবার থেকে কলকাতার কী অবস্থা হবে জানুন
আবহাওয়ার আপডেট
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস পড়ে গিয়েছে। আকাশে শরতের মেঘ উঁকি দিচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও বৃষ্টি হলেও গত কয়েকদিনে গরম বেড়েছে অনেকটাই। এরই মধ্যে এবার দুর্যোগের আশঙ্কা বাংলায়। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে টাইফুনের প্রভাবে দুর্যোগ দেখা দেবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সম্প্রতি চিন ও ভিয়েতনামে দাপট দেখিয়েছে টাইফুন ‘ইয়াগি’। সেই ‘ইয়াগি’ই এবার প্রভাব ফেলতে চলেছে বাংলায়।

আবহাওয়াবিদরা বলছেন, ওই টাইফুনের যে অবশিষ্টাংশ রয়েছে, তারই প্রভাব পড়তে চলেছে বাংলা। আগামিকাল, শুক্রবার থেকেই শুরু হবে সেই দাপট। প্রভাব পড়বে একটা বড় অংশে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতা সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলতেও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে।

শনিবার পশ্চিমের জেলাগুলিতেয় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবারও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত রূপে বাংলাদেশে রয়েছে বর্তমানে। আগামী ২ দিনের মধ্যে বাংলার উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস মিলেছে।

নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। তার জেরে উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরে জন্ম নেয় এই টাইফুন। সেই ঝড় রীতিমতো ধ্বংসলীলা চালায় চি ও ভিয়েতনামে। তারই একটা অংশ এবার তাণ্ডব চালাতে আসছে বাংলায়।

Next Article