Partha Chatterjee: সুপার স্পেশালিটি SSKM ছাড়লেন পার্থ, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 28, 2025 | 10:54 PM

Partha Chatterjee: এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। এরপর আদালতে পার্থ দাবি করেছিলেন, সরকারি এই হাসপাতালে চিকিৎসা করে তিনি সুস্থ হতে পারছেন না।

Partha Chatterjee: সুপার স্পেশালিটি SSKM ছাড়লেন পার্থ, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে
অসুস্থ পার্থ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এসএসকেএম হাসপাতাল থেকে মঙ্গলবার রাত্রিবেলা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হল মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। নিম্ন আদালতের নির্দেশেই এই বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মন্ত্রী। তবে হাসপাতালের সব খরচ বহন করতে হবে তাঁকেই। যদিও, রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে কেন পার্থ বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চাইছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। এরপর আদালতে পার্থ দাবি করেছিলেন, সরকারি এই হাসপাতালে চিকিৎসা করে তিনি সুস্থ হতে পারছেন না। সেই কারণে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হয়। এরপর আদালত পার্থবাবুর সব মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়।

সেই মতো এ দিন মুকুন্দপুরের ওই হাসপাতালে ভর্তি হন। কিন্তু কেন সরকারি হাসপাতালে থাকতে চাইছেন পার্থ? উঠছে প্রশ্ন। এক সময় এই এসএসকেএম-ই ছিল সুজয়কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়দের প্রথম পছন্দ। কিন্তু আচমকাই এখন এসএসকেএম-এর চিকিৎসায় অনীহা তাদের। পার্থ যে ধরনের সুবিধা চাইছেন, এসএসকেএম কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছেন, তা আলাদা করে দেওয়া সম্ভব নয়। পার্থর ভর্তি হওয়া নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন, বড় বড় গেট বানিয়েছেন তবে সেখানে চিকিৎসা হয় না। তারপর স্বাস্থ্য অবস্থা বেহাল। স্যালাইন জালি, ওষুধ বিষাক্ত। সেই কারণে এরা প্রাণ বাঁচাতে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন।”