Partha Chatterjee: ফের আদালতে পার্থ, হাজিরা ধৃত শিক্ষা কর্তাদেরও
Partha Chatterjee: সশরীরে হাজিরা এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়েরও। এসএসসি-র গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ হাজিরা।

কলকাতা: সোমবার ফের আলিপুরের বিশেষ সিবিআই (CBI) আদালতে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। সশরীরে হাজিরা এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়েরও। এসএসসি-র গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ হাজিরা।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘরে কীভাবে টাকার পাহাড় এল, সেই মামলার তদন্ত করতে গিয়ে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে। মামলাও রুজু হয়েছে একাধিক। বর্তমানে মন্ত্রিত্ব হারিয়ে জেলবন্দি হয়ে দিন কাটছে পার্থর। তারমধ্যে চলছে একের পর এক মামলায় হাজিরা দেওয়ার পালা।
সূত্রের খবর, SSC-র গ্রুপ সি মামলা ও নবম-দশম শিক্ষক দুর্নীতির ২টি মামলায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পার্থকে। হাজিরা দিতে হবে এস পি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রদীপ সিং ও প্রসন্ন রায়কেও। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকেই ফের জামিনের আবেদন করবেন। অন্যদিকে কোমর বেঁধে তৈরি তদন্তকারী সংস্থাও।
এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে CBI। চার্জশিটে উল্লেখ রয়েছে চাকরি চুরির বিস্তারিত বিবরণ। পরিকল্পনা করেই মোটা টাকার বিনিময়ে চাকরি, দুর্নীতিতে প্রত্যেকেই সমানভাবে যুক্ত, ও অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উল্লেখ রয়েছে চার্জশিটে।
একই সঙ্গে পার্থর শারীরিক অবস্থার কথা জানিয়ে আগের মামলাতেও জামিনের অর্জি জানানো হয়। এবার গুরুত্বপূর্ণ তদন্তের মাঝে অভিযুক্তদের জামিন আটকাতে সিবিআই কী কী নতুন তথ্য আদালতের সামনে নিয়ে আসে সেটাই এখন দেখার।
