কলকাতা: ভোট প্রচারের পাশাপাশি মনোনয়ন জমা দিতে নন্দীগ্রামে (Nandigram) গিয়েছিলেন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার থেকে জনসভা করেন। বুধবার সকালে শিব মন্দিরে পুজো দিতেও দেখা যায় তাঁকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সন্ধেয় আচমকা আহত হলেন মুখ্যমন্ত্রী। আর সেই ঘটনায় চক্রান্ত ও ষড়যন্ত্রের ছায়া দেখছে শাসক শিবির।
আজ বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানাবে এই প্রতিনিধি দল। দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন এবং অন্যান্য তৃণমূল নেতারা।
মমতার এই আহত হওয়ার ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “চক্রান্ত তো বটেই, না হলে আক্রান্ত হবেন কি করে।” এই ঘটনাকে তৃণমূল বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে, সে কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “একজন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে আক্রান্ত হচ্ছেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়।”
পার্থর আরও অভিযোগ, নির্বাচন কমিশনে রাজ্যের ডিজিপিকে সরিয়ে দিল, তার পরের দিনই এই ঘটনা ঘটল কিভাবে। অবিলম্বে ব্যাবস্থা নেওয়ার আর্জি জানাতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: মমতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রক
অন্যদিকে, গেরুয়া শিবিরের তরফে ষড়যন্ত্রের অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলা হচ্ছে, মানুষের সহানুভূতি পেতেই নাটক করছেন তৃণমূল নেত্রী। তার পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “মানুষ চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতিশীল। তাই আলাদা করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই তাঁর ৷”
বুধবার বিরুলিয়ার মন্দির থেকে বেরোনোর সময় গুরুতর চোট পান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর গাড়ির দরজা জোরে ঠেলে বন্ধ করে দেওয়া হয়। তাতেই আঘাত পান মুখ্যমন্ত্রী। রীতিমতো কাতরাতে থাকেন। গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করানো হয়। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তৈরি হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।
আপডেট খবর: ‘মুখ্যমন্ত্রীর উপর যে আঘাত হানা হবে, তার পূর্বাভাস ছিল’, বিস্ফোরক অভিযোগ পার্থ’র