কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর তার প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ঠিক তার পাশেই ব্লাড ব্যাঙ্কে এসেছেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড। তাতে লাল কালিতে লেখা, ‘রক্ত দিয়ে করব মোরা পার্থ দাদাকে চাঙা…’ রক্ত দিয়ে মন্ত্রীকে চাঙা করতে এসএসকেএমের ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে এসেছেন কংগ্রেস কর্মীরা। বক্তব্য, “মন্ত্রী ঘুষ খেয়ে ক্লান্ত। তাই রক্ত দিয়ে চাঙ্গা করতে এলাম!”
এক বিক্ষোভকারী বলেন, “পার্থবাবুকে আমরা রক্ত দিতে এসেছি। যাতে ওঁ দ্রুত চাঙা হয়ে উঠতে পারেন। আর ইডি দফতরে গিয়ে তদন্তকারীদের তদন্তে সাহায্য করতে পারেন।” বিক্ষোভকারীদের বক্তব্য, “এটা তো আসলে সেফ হোম। সবাই কেন পিজিতেই আসেন? বোঝাই যাচ্ছে নাটক করছেন।” এক বিক্ষোভকারীর বক্তব্য, “আমরা দাদাকে রক্ত দিতে এসেছি। আমরা চাই দাদা সুস্থ হয়ে হেঁটে ইডি দফতরে যান।” যদিও ব্লাড ব্যাঙ্ক থেকে জানিয়ে দেওয়া হয়েছে রক্ত নেওয়া হবে না।
পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্নীতির ভুরিভুরি প্রমাণ এসেছে তদন্তকারীদের হাতে। মন্ত্রীর বাড়ি থেকে বেনিয়মের ১৭ রকমের জিনিস ও নথি বাজেয়াপ্ত করেছে ইডি। মিলেছে প্রচুর নিয়োগপত্রের সুপারিশ ও বদলির কাগজের জেরক্স। পাওয়া গিয়েছে প্রচুর চাকরিপ্রার্থীর আডমিট কার্ড। মিলেছে ২০১২ সালের টেট পরীক্ষার ফলাফলের সংশোধিত কপি, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দেওয়া নোট। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত ২০১২ সালের টেট পরীক্ষার সম্ভাব্য শিক্ষকদের তালিকা। তাঁদের সম্ভাব্য পোস্টিংয়ের তালিকা। স্কুল সার্ভিস কমিশনের শীর্ষ কর্তাদের কিছু নথিও পাওয়া গিয়েছে শিল্পমন্ত্রীর নাকতলার বাড়িতে।