Partha Chatterjee: দশমীর দিনই জেলে হাজির সিবিআই, ফের জেরা শুরু পার্থকে

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2024 | 1:41 PM

Partha Chatterjee: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করে ইডি। তারপর থেকে কার্যত জেলেই দিন কাটান তিনি। এরপর প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হন পার্থ। তবে এবার সিবিআই। 

Partha Chatterjee: দশমীর দিনই জেলে হাজির সিবিআই, ফের জেরা শুরু পার্থকে
পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর চারটে দিন ছিল স্বস্তি। তবে পুজো কাটতে না কাটতেই ফের জেরার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করবে সিবিআই। আদালতের অনুমতি নিয়ে জেরা করতে পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, জেলেই বয়ান রেকর্ড হবে পার্থর।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করে ইডি। তারপর থেকে কার্যত জেলেই দিন কাটান তিনি। এরপর প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হন পার্থ। তবে এবার সিবিআই।  শ্যোন অ্যারেস্ট করা হয় তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে শ্যোন অ্যারেস্ট করল সিবিআই। আপাতত জেলেই রয়েছেন দুজন। এরপর পুজোর কটা দিন নিস্তার পেয়েছিলেন। তবে দেবীর নিরঞ্জনের দিনই ফের হাজির সিবিআই। একাধিকবার জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে তা খারিজ হয়ে গিয়েছিল।