কলকাতা: নিয়োগ কেলেঙ্কারিতে আবারও জেল হেফাজত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার এমনই নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত। পার্থের সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহাকে ভার্চুয়ালি আদালতে তোলা হয়। প্রত্যেকেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
সিবিআই বিশেষ আদালত সূত্রে খবর, দশমীর দিন দুপুরে পার্থর শুনানি ছিল। তবে এইবার প্রাক্তন মন্ত্রীর আইনজীবী জামিনের আবেদন করেননি। শুনানিতে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পার্থর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অপরদিকে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে আদালতে সওয়াল করেন। পালটা সিবিআই দাবি করে, ৩৮১ জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। চক্রান্তে জড়িত আরও কতগুলি নাম সামনে আসা বাকি। জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। এরপরই অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
গত ২৩ জুলাই গ্রেফতারির পর থেকে যত বার প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলা হয়েছে প্রতিবারই নানা কারণ দেখিয়ে জামিন চেয়েছেন পার্থ। কখনও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। কখনও আবার আদালতে ফেলেছেন চোখের জল। তবে জামিন মেলেনি।
প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় প্রথমে ইডি হেফাজত, তারপর জেল হেফাজত থেকে আবার সিবিআই হেফাজতে ছিলেন। বুধবার তাঁর মামলার শুনানি ছিল। কিন্তু আদালতে ভার্চুয়ালি উপস্থিত হলেও পার্থ জামিন চাননি। তবে বাকি চারজন (শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোক কুমার সাহা) জামিন চাইলেও আদালত তা খারিজ করে দেয়।