Partha Chatterjee: অর্পিতার থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখতেই জেরা? আজ পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 17, 2022 | 11:01 AM

Partha Chatterjee: বৃহস্পতিবার আবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করার কথা রয়েছে। তার আগে আঁটঘাঁট বেঁধে নিতে চাইছেন তদন্তকারীরা।

Partha Chatterjee: অর্পিতার থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখতেই জেরা? আজ পার্থকে জিজ্ঞাসাবাদ করে ইডি
গ্রাফিক্স - টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের পর আজ, বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে পারে ইডি। বেলা ১১ টা নাগাদ ইডি আধিকারিকরা সংশোধনাগারে যাচ্ছেন বলে খবর। গতকালই আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। দু’জনের বক্তব্য মিলিয়ে দেখবেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ মিলেছে ‘অপা’র। নামে-বেনামে বহু সম্পত্তি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতার বেলঘরিয়া ও ডায়মন্ড সিটি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এত নগদ টাকার উৎসের নেপথ্যে কি এসএসসি দুর্নীতি? সেই উত্তরই সোজাসুজি পেতে চাইছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার আবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করার কথা রয়েছে। তার আগে আঁটঘাঁট বেঁধে নিতে চাইছেন তদন্তকারীরা। আদালতে যাতে যথেষ্ট তথ্য প্রমাণ পেশ করতে চাইছেন তদন্তকারীরা।

মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়কে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। প্রথম দিকে অর্পিতার কাছ থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাচ্ছিলেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই চলছিল তল্লাশি। এবারে উদ্ধার হওয়া টাকার উৎস জানতে তৎপর তদন্তকারীরা।

এদিকে, বুধবারই শান্তিপ্রসাদ সিনহা, অশোককে আদালতে পেশ করা হবে। তাঁদেরকে আলিপুর আদালতে পেশা করা হবে। সূত্রের খবর, তাঁদেরকেও জেরা করে এসএসসি দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। সবগুলিকে ক্রমান্বয়ে সাজিয়েই পার্থর কাছ থেকে একাধিক উত্তর তালাসে ইডি আধিকারিকরা।

 

Next Article