Partha chatterjee’s Bail: ‘অভিযুক্তদের ছাড়লে ছাত্রদের উপর অবিচার হবে’, হাইকোর্টে খারিজ পার্থর জামিন

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 24, 2024 | 2:38 PM

Partha chatterjee's Bail: এর আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ নিজেও জামিনের জন্য কম আর্জি জানাননি। আশায় বুক বেধেছিলেন হয়ত এবার জামিন মিলবে। কিন্তু এবারও হল না। এর আগে পার্থর জামিন নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারুপতি দ্বিমত পোষণ করেন।

Partha chatterjees Bail: অভিযুক্তদের ছাড়লে ছাত্রদের উপর অবিচার হবে, হাইকোর্টে খারিজ পার্থর জামিন
খারিজ পার্থর জামিন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এবারও হল না। কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টে জামিন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাঘ্যায়, শান্তি প্রসাদ সিনহা,অশোক কুমার সাহাদের। অভিযুক্তদের জামিন মঞ্জুর করলেন না হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

এর আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ নিজেও জামিনের জন্য কম আর্জি জানাননি। আশায় বুক বেধেছিলেন হয়ত এবার জামিন মিলবে। কিন্তু এবারও হল না। এর আগে পার্থর জামিন নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারুপতি দ্বিমত পোষণ করেন। তাঁরা এই মামলা পাঠিয়ে দেন তৃতীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। মামলায় শুনানি শেষ হলেও রায় দান স্থগিত ছিল। তবে হল না জামিন।

এ দিন আদালতে বিচারপতি বক্তব্য ছিল, অভিযুক্তদের ছেড়ে দিলে ছাত্রদের উপর অবিচার হবে। একজন মন্ত্রীর যে দুর্নীতি সামনে এসেছে, আজ তাঁকে ছেড়ে দিলে শিক্ষা ব্যবস্থাতেও এর প্রভাব পড়বে। এই কারণেই মূলত পাঁচজনের জামিন খারিজ করেন বিচারপতি। বস্তুত, ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ। তবে সিবিআই-এর দায়ের করা মামলায় জামিন খারিজ তাঁর। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “কোর্ট বিবেচনা করেই নিশ্চয় জামিন দেয়নি। আর কোর্ট জামিনই বা দেবে কেন। যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে বেরিয়ে এসেই তো গুন্ডাবাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে।”

Next Article