কলকাতা : বুধবার সন্ধে ৬ টার মধ্যে সিবিআই অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আর এরপরই সিবিআই হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাজিরা ঠেকাতে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন পার্থ বাবুর আইনজীবী। দুপুর সাড়ে তিনটের মধ্যে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন। সেক্ষেত্রে দুপুর সাড়ে তিনটের পর ফের এক দফা শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। এই শুনানির পরই পার্থ বাবুকে আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে যেতে হবে কি না, সেই বিষয়ে কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ডিভিশন বেঞ্চে এই মামলার গতিপ্রকৃতি কোনদিকে এগোয়, সেই দিকেই নজর থাকবে সকলের। সিঙ্গল বেঞ্চ সন্ধে ৬ টার মধ্যে সিবিআই দফতরে যাওয়ার যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের কী পর্যবেক্ষণ, তা এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন আইনজীবী মহল। কারণ, এক্ষেত্রে সময় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডিভিশন বেঞ্চে এই মামলা কোন পথে এগোয়, যদি এক্ষেত্রে মামলা পার্থ বাবুর পক্ষে না যায়, সেক্ষেত্রে শীর্ষ আদালতের যাওয়ার জন্য তাঁর হাতে সময় আরও কিছুটা কমে যাবে।
এদিকে সিবিআই সূত্রে মারফত জানা গিয়েছে, তারাও সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে যদি পার্থ বাবু পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতে ইতিমধ্যেই ক্যাভিয়েট দাখিল করার সবরকম প্রস্তুতি কেন্দ্রীয় গোয়েন্দারা নিয়ে ফেলেছেন বলে জানা গিয়েছে। অর্থাৎ, পার্থ বাবু যদি শীর্ষ আদালতের দ্বারস্থ হন, সেক্ষেত্রে যাতে তাঁর বক্তব্য একতরফাভাবে না শোনা হয়, সেই ব্যবস্থা করছেন সিবিআই গোয়েন্দারা। সব মিলিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য সুপ্রিম কোর্টের লড়াইয়ের বিষয়টি খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আপাতত, ডিভিশন বেঞ্চের শুনানি কোন দিকে মোড় নেয়, সেই দিকেই নজর থাকছে সকলের।