Partha Chatterjee: ‘অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না’, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2024 | 4:43 PM

HC On Partha Chatterjee: এই মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। ১ বছর ৭ মাস জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chatterjee: অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
পার্থ চট্টোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডি- র বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। তাতে বিচারপতি জানতে চান, কবে থেকে নিম্ন আদালতে বিচারপর্ব শুরু করা সম্ভব ? সেই বিষয়টি রিপোর্ট দিয়ে জানানোর নির্দেশ দেন বিচারপতি।  এই মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। ১ বছর ৭ মাস জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি ইডি-কে প্রশ্ন করেন, “গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সেটা ঠিক আছে। কিন্তু কতদিন?” আগামী ২৭ শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।

গত ৩ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল।  তাঁর আইনজীবী জামিনের জন্য জোর সওয়াল করেছিলেন। কিন্তু সে আবেদন খারিজ হয়ে যায়। এদিন বিচারপতি নিজেই তদন্তকারী সংস্থাকে স্পষ্ট করে বললেন, ‘অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না।’

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। অর্থ তছরূপের অভিযোগে গত জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৎকালীন শিল্পমন্ত্রী পার্থকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। পার্থ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া যায় প্রায় ৪৯ কোটি টাকা।

Next Article