Partha Chatterjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক: পার্থ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 29, 2022 | 3:52 PM

Partha Chatterjee: হাসপাতালে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন আমি ষড়যন্ত্রের শিকার। পরে বেরনোর সময় তাঁর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর নাম।

Partha Chatterjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক: পার্থ
পার্থ চট্টোপাধ্য়ায়

Follow Us

কলকাতা : গত সাত দিন ধরে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর বদলে গিয়েছে অনেক কিছুই। মন্ত্রিত্ব থেকে দলীয় পদ, সবই হারিয়েছেন তিনি। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে সেই প্রাক্তন মন্ত্রী বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।’ এ দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে।

হাসপাতালে প্রবেশ করার সময় পার্থকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ এরপরই বিরোধীরা প্রশ্ন তোলেন, কার ষড়যন্ত্র? হাসপাতাল  থেকে বেরনোর মুখে তাঁকে সেই প্রশ্ন করা হলে, পার্থ মুচকি হাসেন। মুখে মাস্ক থাকলেও তাঁর চোখের অভিব্যক্তি ছিল তেমনটাই। তাঁকে প্রশ্ন করা হয়, ‘কে ষড়যন্ত্র করেছে, দল, বিজেপি না ইডি?’ এই প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘সময় বলবে।’ এরপর তাঁকে প্রশ্ন করা হয়, দলের সিদ্ধান্ত কি ঠিক? সেই সময় পার্থ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।’

নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অবশ্য জানিয়েছিলেন, বিচারে প্রমাণ পাওয়ার আগে কিছু বলবেন না তিনি। তবে বৃহস্পতিবার পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। প্রথমে নবান্নে হওয়া মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়, পার্থ চট্টোপাধ্য়ায়ের মন্ত্রিত্ব সরিয়ে নেওয়া হচ্ছে। তাঁর হাতে থাকা তিন দফতরের দায়িত্ব আপাতত নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর বৃহস্পতিবারই অপর একটি বৈঠক বসে তৃণমূল ভবনে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির সেই বৈঠক শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, দলের সব পদ থেকে অপসারণ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্য়ায়কে। এরপরই শুক্রবার হাসপাতাল থেকে বেরনোর সময় প্রাক্তন মন্ত্রীকে বলতে শোনা গেল, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।’ উল্লেখ্য, গত ১১ বছর ধরে রাজ্যের মন্ত্রী হিসেবে বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন পার্থ। পাশাপাশি, দলের মহাসচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

Next Article