Partha Chatterjee: আগেরদিন বিচারকের সামনে কেঁদেছিলেন, আজ ফের পার্থকে তোলা হবে আদালতে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2022 | 9:41 AM

Partha Chatterjee: পাশাপাশি বুধবার বিকেলে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যের পিংলার আন্তর্জাতিক স্কুলেও হানা দিয়েছেন ইডি আধিকারিরা।

Partha Chatterjee: আগেরদিন বিচারকের সামনে কেঁদেছিলেন,  আজ ফের পার্থকে তোলা হবে আদালতে
পার্থ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় শান্তির খোঁজে। কিন্তু এত সহজে শান্তি তিনি পাচ্ছেন না। ইডির তদন্তে জেরবার। নাকতলার বাড়ি ছেড়ে এখন তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। এর মাঝই এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। আজ আদালতে তোলা হবে তাঁকে।

বুধবার বিচারকের কাছে কাঁদো কাঁদো গলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী একটু শান্তিতে থাকতে দেওয়ার আবেদন করেছিলেন। যে কোনও শর্তে জামিন চেয়েছিলেন। কিন্তু জামিন পাননি। উল্টো ২৮ তারিখ পর্যন্ত জেলেই থাকার নির্দেশ পেয়েছেন। পাশাপাশি শান্তিও আপাতত পাওয়া হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। কারণ ইডির পর এবার এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে চায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দুর্নীতি কাণ্ডের কিনারা করতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য প্রশ্নমালা সাজিয়ে তৈরি সিবিআই-এর গোয়েন্দারা। পার্থকে নিজেদের হেফাজতে পেতে আলিপুর সিবিআই বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। শুক্রবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই বিশেষ আদালতে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জেরা করতে চায় তারা।

প্রায় দু’মাস হতে চলল ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ। আপাতত প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। সেখানে গিয়েই ইডি আধিকারিকরা দফায় দফায় জেরা করছেন তাঁকে। বুধবারের শুনানি পর্বে পার্থ-অর্পিতা সংক্রান্ত আরও কিছু নতুন তথ্য আদালতের সামনে পেশ করা হয়েছে।

পাশাপাশি বুধবার বিকেলে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যের পিংলার আন্তর্জাতিক স্কুলেও হানা দিয়েছেন ইডি আধিকারিরা। সব মিলিয়ে বিপদ আরও কিছুটা বেড়েছে পার্থর। এই অবস্থায় এবার আসরে সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির পাশাপাশি সিবিআই-ও এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে। সেই মত পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে পেতে আবেদন জানাতে চলেছে তারা। আদালত সেই আবেদন মঞ্জুর করলে পুজোর মধ্যে শান্তিতে আর থাকতে পারছেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Next Article