কলকাতা: বেঙ্গালুরু থেকে এসেছিলেন কলকাতা। গন্তব্য আগরতলা। কিন্তু যাওয়ার জন্য করতে হচ্ছিল ব্রেক জার্নি। কলকাতা থেকেই ফের বিমান ধরে উড়ে যাওয়ার কথা ছিল আগরতলা। কিন্তু, তার আগেই অঘটন। বিমানবন্দরেই অসুস্থ হয়ে পড়লেন যাত্রী। হারালেন জ্ঞান। ভর্তি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হয় কলকাতা বিমানবন্দরে।
বিমান বন্দর সূত্রে খবর, এদিন সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে আসেন পবন কুমার (৩২) নামে ওই যাত্রী। গন্তব্য আগরতলা। রাত সাড়ে ৯টার আগরতলাগামী বিমান ধরার জন্য অপেক্ষা অপেক্ষা করছিলেন। টাইম মতো সিকিউরিটি চেকিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান। কলকাতা বিমানবন্দরের SHA ৩ কাছে সিকিউরিটি চেকিং করার কিছু সময় পরেই ঘটে যায় অঘটন।
বিমানবন্দরের কর্মীরা জানাচ্ছেন আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। প্রথম তাঁকে পড়ে থাকতে দেখেন সিকিউরিটির দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। দ্রুত খবর যায় বিমানবন্দরের মেডিকেল টিমের কাছে। শুরু হয় প্রাথমিক চিতিৎসা। যদিও তখনও তার জ্ঞান ফেরেনি। চিন্তা বাড়ায় এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্স করে তাঁকে পাঠানো হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।